গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বেকার দের জন্য বিরাট চাকরির সুযোগ । স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । এখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন।শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।

 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- ২০ ই  আগস্ট ২০২২ ।

আবেদনপত্র পাঠাতে পারবেন :- ২০ ই  অগাস্ট ২০২২ থেকে ।

বিজ্ঞপ্তি নম্বর :- HQ-PPII03(1)/2/2022-PP_II

আবেদন এর শেষ তারিখ :- আবেদন করার শেষ তারিখ ৫ ই সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ।

 

পদের নাম :- স্টেনোগ্রাফার ।

বয়স :- প্রার্থীর বয়স গ্রুপ সি এর জন্য ১৮ থেকে ৩০ বছর এবং গ্রুপ ডি এর জন্য ১৮ থেকে ২৭ এর মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ই জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী ।এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী SC/ST রা ৫  বছরের এবং OBC রা ৩ বছরের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা :- উপরোক্ত পদ গুলির জন্য যেকোনো উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সাথে প্রয়োজনীয় স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে ।

নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা এবং কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

 

আবেদন পদ্ধতি :- শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।আবেদন করার সময় অবশ্যই বৈধ E-MAIL ID এবং ফোন নম্বর থাকতে হবে। প্রার্থীর স্বাক্ষর (১০ থেকে ২০ কেবি ) এবং সম্প্রতি তোলা (২০ থেকে ৫০ কেবি )সাইজের ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদনের লিংক নীচে দেওয়া হল।

আবেদন ফি :- ১০০  টাকা ধার্য করা হয়েছে।তবে WOMAN/ST/SC/PWD/EXSM এবং প্রার্থীদের জন্য কোনো আবেদন ফী নেই । অনলাইন এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ০৬/০৯/২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন ফি জমা দিতে পারবেন।

 

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Registration Link

Click Here

Login Online  Apply

Click Here

 

“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top