ITBP নিয়োগ 2022:- ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) কনস্টেবল (প্রাণী পরিবহন) পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আমন্ত্রণ জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, এই পদের জন্য 52 টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। অনলাইন আবেদন মোড 29.08.2022 চালু হবে এবং 27.09.2022 তারিখে বন্ধ হবে৷ চাকরিপ্রার্থীরা যারা কেন্দ্রীয় সরকারি চাকরি খুঁজছেন, অনুগ্রহ করে এই ITBP নিয়োগ 2022 বিস্তারিত জানুন । নির্বাচিত প্রার্থীরা ভারতে বা বিদেশে যে কোনও জায়গায় চাকরি করার জন্য দায়বদ্ধ হবেন।
পদের নাম :- কনস্টেবল (ANIMAL TRANSPORT)
শূন্যপদ :- ৫২ টি ।
আবেদন শুরুর তারিখ :- ২৯ অগাস্ট ২০২২
আবেদন জমা দেবার শেষ তারিখ :- ২৭সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন।
বয়স :- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।SC/ST/OBC/EX SERVICEMAN দের জন্য সরকারি মতে বয়সের ছাড় পাবে। বয়স ধরতে হবে ২৭/০৯/২০২২ এর মধ্যে। প্রার্থীদের জন্মসাল অবশ্যই ২৮/০৯/১৯৯৭ থেকে ২৭/০৯/২০০৪ এর মধ্যে হতে হবে।
বেতন :- প্রতিমাসে ২১৭০০ থেকে ৬৯১০০টাকা।
নিয়োগ পদ্ধতি :- PET,PST,লিখিত পরীক্ষা ,স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নির্বাচন ও নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি :- শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ E-MAIL ID এবং ফোন নম্বর থাকতে হবে ।আবেদন করার অফিসিয়াল লিংক নিচে দেওয়া হলো।
আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করুন । ডাউনলোড লিংক নিচে দেওয়া হল ।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷