রাজ্যের বিবেকানন্দ মিশন স্কুলে স্থায়ী পদে শিক্ষক নিয়োগ, vivekananda mission school joka teacher recruitment

রাজ্যের বিবেকানন্দ মিশন স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোনোরূপ আবেদন ফি ছাড়াই সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Librarian job Vacancy 2021

পদের নাম :- টিচার্স (TGT/ PGT) ও একাউন্টস টিচার্স (PGT)।

 

মোট শূন্যপদ :- ৫ টি।

 

নিয়োগ করা হবে :– Arts, Maths, Physics, Chemistry and Accounts Teacher

 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.Ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। এবং একাউন্টস পদের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সিতে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ B.Ed কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন।

 

আবেদন পদ্ধতি :- ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতেপারবেন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে। তারপর লগইন করে আবেদন করতে হবে। 

 

আবেদনের শেষ তারিখ :- ২৪ আগস্ট ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

 

Join Telegram

Join Facebook

Official Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

 

“ONLINETATHYA”বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment