Sabse Sasta Dukaan New Job Vacancy | Private Company Job Vacancy 2021 in Kolkata

Sabse Sasta Dukaan কোম্পানির তরফ থেকে অনেক গুলি পদে নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ৷ 

Sabse Sasta Dukaan হলো একটি মেডিসিন  ফার্মেসী কোম্পানি । এখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থেকে ইন্টারভিউর মাধ্যমে ছেলে ও মেয়ে কর্মী নিয়োগ করা হয়। এই কম্পানিতে একদম যারা ফ্রেসার তাদেরও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হয় ৷ যদি আপনারা মেডিসিন প্রফেশন এ থাকেন তাহলে অনেকটাই সুবিধা হবে এই চাকরির ক্ষেত্রে ৷ এই কম্পানিতে চাকরির জন্য আবেদন করতে হলে প্রথমে Sabse Sasta Dukaan কম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে তারপর কম্পানির Career অপসন ক্লিক করতে হবে।তারপর  আপনাদের কাছে অনেক গুলি চাকরি ডিপার্মেন্ট অনুযায়ী সাজানো থাকবে তোমরা যেই ডিপার্মেন্ট এর চাকরি করতে চাও সেটা তে ক্লিক করবে, তারপর আপনারা আপনাদের পছন্দ মতো যেই চাকরি টি করতে চাও সেই চাকরির উপর ক্লিক করে বিস্তারিত দেখে নিয়ে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে আপনাদের ডিটেইলস দিয়ে (Resume/Cv) আপলোড করে সেই চাকরির জন্য আবেদন করতে পারবে ৷ আবেদন করার পর আপনাদের আবেদন পত্র কম্পানির HR চেক করবে অর্থাৎ সিলেকশন পক্রিয়া চলবে ৷ যদি আপনাদের (Resume/Biodata/Cv) পছন্দ হয় তখন আপনাদের ই-মেইল বা ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হবে ৷


বিস্তারিত জানুন :- Click Here

চাকরির ডির্পামেন্ট :- মার্কেটিং, অপারেশন, টেক,  এইচ.আর-এডমিন, একাউন্টস-ফিনান্স এই সমস্ত ডির্পামেন্টে নিয়োগ করা হয় ৷


নিয়োগ করা হয় :- ফার্মা এইড-সিনিয়ার, টেলি কলার, মার্কেটিং এক্সিকিউটিভ, কপিরাইটার, মার্কেট রিসার্চ, এক্সিকিউটিভ, ম্যানেজার সেলস সাপোর্ট, সেলস টিম লিড, অ্যাসিন্টেট ম্যানেজার মার্কেটিং, ম্যানেজার অপারেশন, ম্যানেজার সাপ্লাই চেইন, ফার্মাসিস্ট হেড, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার-এফসি ও.পি.এস, সিনিয়র এক্সিকিউটিভ-অ্যাকাউন্টস, জি.এম- ফিনান্স & একাউন্টস, ইউ.আই ডেভোলোপার, নোড জে.এস ডেভোলোপার, প্রোডাক্ট ম্যানেজার, বিজনেস এনালিস্ট, সিনিয়র সোফ্টওয়ার ডেভোলোপার, জেনারেল ম্যানেজার-আই টি, টেক লিড-নোড জে.এস ডেভোলোপার, টেক লিড-জাভাস্কিপ্ট ডেভোলোপার, সিনিয়র সফ্টোয়ার কোয়ালিটি এসারেন্স ইন্জিনিয়ার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এই সমস্ত পদে Sabse Sasta Dukaan কম্পানি নিয়োগ করে ৷

যোগ্যতা :- মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েট, বি-কম, এম-কম, বি.বি.এ, এম.বি.এ সব রকম যোগ্যতায় চাকরি আছে ৷


বয়স :- বয়স হতে হবে 18 বছরের বেশি ৷


নিয়োগ পক্রিয়া :- সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ৷


 ভাষা :- লোকাল ভাষা জানতে হবে বাংলা ইংরেজি অথবা হিন্দি ৷


লোকেশন :- কলকাতা, বোকারো, ভুবনেশ্বর, পাটনা ৷


বেতন :- প্রতি মাসে বেতন দেউয়া হয় 8,000 – 55,000 টাকা প্রতি মাসে।

কারা আবেদন করবেন : যে কোনো চাকরির জন্য কম্পানির শর্ত অনুযায়ী ফ্রেসার এবং অভিঞ্জরা আবেদন করতে পারবেন ৷


অফিসিয়াল ওয়েবসাইট :-  https://www.sabsesastadukaan.com/careers


Email    :- hr@sabsesastadukaan.com


বিস্তারিত জানার জন্য :- Click Here 


সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল ৷ সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ৷ তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top