প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজের বাড়ি তৈরি করার।যদিও ভারতে স্বাধীনতার পর থেকেই খাদ্য, বস্ত্রের পাশাপাশি বাসস্থানের অভাব রয়ে গিয়েছে আজও । পর্যাপ্ত পরিমান বাসস্থানের অভাব ভারতে আজও এক জ্বলন্ত সমস্যা। awas yojana online apply
তাই দেশে বাসস্থানের অভাব মেটাতে এবার নয়া প্রকল্প রূপায়ণ করেছে কেন্দ্র সরকার। যার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা।
কিছু মাস আগেই বাংলা র আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার । প্রকল্পের নাম কেন্দ্রীয় আবাস যোজনা হওয়া সত্তেও পশ্চিম বাংলায়ে সেটি বাংলা আবাস যোজনা নামে প্রকল্প শুরু করা হয় ।Find PM awas yojana online apply
এই ঘটনা কেন্দ্রীয় সরকারের নজরে আসার পর কেন্দ্রীয় সরকার সাফ জানায় এই প্রকল্প বাস্তবায়ন করতে হলে প্রধান মন্ত্রির নাম দিয়েই তা করতে হবে ।এই নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বেশ কিছু দিন টানাপড়েন চলে।
আবাস যোজনার সম্পূর্ণ টাকা টার সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের থেকে আসে না । রাজ্য সরকারের থেকে কর বাবদ যে টাকা জমা হয় সেই টাকা র একটি অংশ রাজ্য কে ফেরত দিতে হয় । এই যোজনার ৬০% টাকা কেন্দ্র দিলেও বাকি ৪০% টাকা রাজ্য কেই দিতে হয় ।PM awas yojana online apply
কেন্দ্রীয় ৬০% টাকা বকেয়া থাকার জন্য এই যোজনা কিছুদিন বন্ধ ছিল কিন্তু আবার শুরু হয়েছে ।Awas yojana list 2022 23
প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কারা কারা আবেদন করতে পারবেন?
যাঁদের নিজেদের সাধ্য নেই বাড়ি করার, তাঁদের জন্যই এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। দেখে নেওয়া যাক কোন কোন শর্ত মেনে চললে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনি আবেদন করতে পারবেন।
১) আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় সর্বমোট ১৫ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকার নীচে হতে হবে।
২) আবেদনকারীর পরিবারে কেউই সরকারি কর্মচারী হতে পারবেন না ।
৩)এই প্রকল্পে মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হয় অর্থাৎ মহিলারাও এই যোজনার জন্য আবেদন করতে পারবেন ।
৪) আবেদনকারী যদি ইতিমধ্যে বিগত ১০ বছরের মধ্যে কোনও সরকারি স্কিম পেয়ে থাকেন যার মাধ্যমে ঘর তৈরি করা সম্ভব, তা হলে তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন না।
৫) আবেদনকারী যে কোনও রাজ্য,গ্রাম বা শহর থেকে আবেদন করতে পারেন, কিন্তু তাঁকে সেই গ্রামের বা শহরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
৬) আবেদনকারী আবাস যোজনার প্রথম কিস্তি পাওয়ার পর যদি ৩৬ মাসের মধ্যে নিজের ঘর তৈরি শেষ করতে না পারেন, তা হলে তিনি আর শেষ কিস্তির টাকা পাবেন না।
৭) প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে গেলে উপরের সবগুলি শর্ত আবেদনকারীকে অবশ্যই মেনে চলতে হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইট ?
অফিশিয়াল লিঙ্ক: https://pmayg.nic.in
প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করার জন্য কী কী কাগজপত্রের দরকার পরবে ?
১) আবেদনকারীর আধার কার্ড লাগবে।
২) আবেদনকারীর প্যান কার্ড লাগবে।
৩) প্রধানমন্ত্রী আবাস যোজনার অ্যাপ্লিকেশন ফর্ম (যদি আবেদনকারী অনলাইনে অ্যাপ্লাই করেন) লাগবে।
৪) পরিবারের রেশন কার্ড লাগবে।
৫) আবেদনকারীর বাৎসরিক ইনকাম সার্টিফিকেট লাগবে।
৬) আবেদনকারীর স্থায়ী বাসিন্দা হওয়ার পরিচয় পত্র লাগবে।
৭) আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি। যেটি অবশ্যই সাম্প্রতিক কালের হতে হবে।
প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য কীভাবে আবেদন করবেন ?
১) প্রথমেই আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা নীচের লিঙ্কে ক্লিক করেও সেখানে যেতে পারেন।
লিঙ্ক:https://pmaymis.nic.in
২) এই ওয়েবসাইটে ঢোকার পরে ডেটা এন্ট্রি নামক অপশন টিতে ক্লিক করবেন।
৩) এরপর ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন খুলবে।
৪) এই ইউজার নেম এবং পাসওয়ার্ড টি আপনি আপনার পঞ্চায়েত থেকে সংগ্রহ করতে পারেন।
৫) সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনার সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনলাইন ফর্ম আসবে।এ বার ভালভাবে পড়ে নিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মে সঠিক তথ্য পূরণ করতে হবে।
৭) সব তথ্য লেখা হয়ে গেলে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৮) এই বার শুধু সময়ের অপেক্ষা। আবেদনকারীর আবেদনপত্র যাচাই করে সেই অনুযায়ী প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বিবেচিত হবেন।
Important Links:
PMAY Portal |
pmayg.nic.in |
PMAY-G List Check ( প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিস্ট ) | rhreporting.nic.in |
PMAY-U List Check (প্রধানমন্ত্রী আবাস যোজনা লিস্ট শহর ) | rhreporting.nic.in |
Online Application |
pmayg.nic.in |
সরকারি চাকরি , বেসরকারি চাকরি বা প্রকল্প সম্মন্ধে জানতে অবশ্যই লিংক এ ক্লিক করুন | http://onlinetathya.com/ |