বর্তমানে পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে বিস্তারিত জানুন

নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন ৷ বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে এই একটি পোষ্টে জানতে পারবেন ৷ চাকরি প্রার্থীদের  সুবিধার্থে একটি পোষ্টে একসাথে অনেকগুলি পশ্চিমবঙ্গে বর্তমানে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিলাপ চলছে অনলাইন এবং অফলাইন একনজরে জেনে নিন ৷

চাকরি পার্থীদের জন্য সুখবর, আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন অষ্টম শ্রেণী, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরির খবর একসাথে পেয়ে যাবেন ৷ চাকরি সম্বন্ধে বিস্তারিত জেনে আবেদন করুন ৷

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর 2022

১) ৬০ হাজার শূন্যপদে ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ । 10th Pass Post Office Recruitment

ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শুধুমাত্র মাধ্যামিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। দীর্ঘদিন পর ভারতীয়ও ডাকবিভাগ চাকরী প্রার্থীদের জন্য নিয়ে এল বিরাট চাকরীর সুযোগ।লিখিত পরীক্ষা ছাড়া শুধুমাত্র ইন্টারভিউ  এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। 10th Pass Post Office Recruitment

আবেদন শুরু – ১৫ ই নভেম্বর ২০২২ থেকে। 

আবেদন শেষ- ১৪ ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত।

i) পদের নাম পোস্ট ম্যান ।

শিক্ষাগত যোগ্যতা

  • যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে।

ii) পদের নাম মেইল গার্ড ।

শিক্ষাগত যোগ্যতা

  • যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
  • অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
  • অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

 

২) রাজ্যে অষ্টম শ্রেণী পাশে পিওন ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ ।প্রতিমাসে  বেতন ২০ হাজার

ক্যান্টনমেন্ট বোর্ড এর তরফ থেকে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশঅষ্টম শ্রেণী মাধ্যামিক পাশে রাজ্যে কর্মী নিয়োগপুরুষ মহিলা উভয় চাকরি প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন।

আবেদন শুরু ৩০ শে নভেম্বর ২০২২ থেকে। 

আবেদন শেষ ২০ শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত আবেদ করতে পারবেন।  

পদের নামফরেস্ট গার্ড, নাইট গার্ড , সাফাই কর্মী এবং পিওন

শিক্ষাগত যোগ্যতাঅষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন।

পদের নামঃ লোয়ার ডিভিশন ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা মাধ্যামিক পাশ সহ কম্পিউটার এ কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ।

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

আবেদন পত্র : Click Here

৩) উচ্চ মাধ্যামিক পাশে কেন্দ্রীয় সরকারের তরফে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ।SSC Chsl Recruitment

কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বা SSC এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশউচ্চ মাধ্যামিক পাশে কেন্দ্রীয় সরকারের তরফে ডেটা এন্ট্রি অপারেটর ,পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে

আবেদন শুরু : ৬ ই ডিসেম্বর ২০২২ থেকে। 

আবেদন শেষ : ৪ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত।  

পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক ,জুনিওর সেক্রেটরি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ,সর্টিং অ্যাসিস্ট্যান্ট , ডেটা এন্ট্রি অপারেটর ।

শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। এছারা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A পদের জন্য বিজ্ঞান বিষয় উচ্চ মাধ্যামিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ।  

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

৪) মাধ্যামিক পাশে রাজ্যে আশা কর্মী পদে নিয়োগ ।

রাজ্যে মহিলা চাকরি প্রার্থী দের জন্য রাজ্য সরকার নিয়ে এল চাকরির এক বড় সুযোগ।শুধু মাত্র মাধ্যামিক পাশে এখানে আবেদন করতে পারবেন.৩০ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এবং তপসিলি জাতি বা উপজাতি রা ২২ থেকে ৪০ বছরের মধ্যে আবেদন করতে পারবেন । বয়স ধরতে হবে ১ লা জানুয়ারী ২০২২ অনুযায়ী।

পদের নাম – আশা কর্মী।  

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

৫) ইন্টারভিউ এর মাধ্যমে পাঁশকুড়া কলেজ এ গেস্ট টিচার নিয়োগ

পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর ।  পাঁশকুড়া বনমালি কলেজে একাধিক বিষয় গেস্ট টিচার নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ । যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫% নাম্বার সহ যেকোনো বিষয় M.sc/M.A করা থাকতে হবে।

পদের নাম -গেস্ট টিচার

ইন্টারভিউ এর তারিখ- ১৬,১৭,২০ ডিসেম্বর ২০২২। (Reporting Time সকাল ১১ টা)

ইন্টারভিউ এর স্থান – পাঁশকুড়া বনমালি কলেজ, পাঁশকুড়া পূর্ব মেদিনীপুর

ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না । ইন্টারভিউ এর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট , বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্ট নির্দিষ্ট স্থান ও ঠিকানায়ে নিয়ে গিয়ে উপস্থিত থাকতে হবে।  

       অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

   অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন সরকারি চাকরির খবর, আজকের চাকরির খবর, দৈনিক চাকরির খবর আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top