ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ। বেতন প্রতিমাসে ৩৯ হাজার টাকা।AIIMS recruitment

AIIMS (অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিকেল সায়েন্স) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশশুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবেকোন লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে । পশ্চিম বঙ্গের যে কোন চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন । কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স , বেতন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে ।

ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ। বেতন প্রতিমাসে ৩৯ হাজার টাকা।

aiims-recruitment

বিজ্ঞপ্তি নম্বর – 244/E-12015/5/22-(SR/T/JR)

ইন্টারভিউ এর তারিখ-১৭ ই ডিসেম্বর ২০২২।

পদের নাম- সিনিয়র রেসিডেন্ট। 

যে সকল ডিপার্টমেন্ট গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-

Anesthesia,Cardiology,Gastroenterology,Nephrology,Neurosurgery,Physical Medicine,ENT,Radiology,Urology,Vascular Surgery

শূন্যপদ- ১২ টি । (UR-3,OBC-5,SC-2,ST-2)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে (MD/MS/DNB) পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।

বেতন- প্রতিমাসে ১৫৬০০/- টাকা থেকে ৩৯১০০/- টাকা সহ ৬৬০০/- টাকা গ্রেড পে হিসাবে দেওয়া হবে।

বয়সঃ প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে । এছারাও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।

আবেদন- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না । ইন্টারভিউ এর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট , বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্ট নির্দিষ্ট স্থান ও ঠিকানায়ে নিয়ে গিয়ে উপস্থিত থাকতে হবে। 

ইন্টারভিউ এর স্থান – Administrative Building,

1st Floor,CommitteeRoom AIIMS,Kalyani 741245

ইন্টারভিউ এর তারিখ-১৭ ই ডিসেম্বর ২০২২।

আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

     Join Telegram  :-Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top