AIIMS (অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিকেল সায়েন্স) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । কোন লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে । পশ্চিম বঙ্গের যে কোন চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন । কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স , বেতন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে ।
ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ। বেতন প্রতিমাসে ৩৯ হাজার টাকা।
বিজ্ঞপ্তি নম্বর – 244/E-12015/5/22-(SR/T/JR)
ইন্টারভিউ এর তারিখ-১৭ ই ডিসেম্বর ২০২২।
পদের নাম- সিনিয়র রেসিডেন্ট।
যে সকল ডিপার্টমেন্ট গুলিতে নিয়োগ করা হবে সেগুলি হল-
Anesthesia,Cardiology,Gastroenterology,Nephrology,Neurosurgery,Physical Medicine,ENT,Radiology,Urology,Vascular Surgery
শূন্যপদ- ১২ টি । (UR-3,OBC-5,SC-2,ST-2)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে (MD/MS/DNB) পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল ডিগ্রী করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে ১৫৬০০/- টাকা থেকে ৩৯১০০/- টাকা সহ ৬৬০০/- টাকা গ্রেড পে হিসাবে দেওয়া হবে।
বয়সঃ প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে । এছারাও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
আবেদন- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না । ইন্টারভিউ এর দিন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট , বায়োডাটা সহ সমস্ত ডকুমেন্ট নির্দিষ্ট স্থান ও ঠিকানায়ে নিয়ে গিয়ে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ এর স্থান – Administrative Building,
1st Floor,CommitteeRoom AIIMS,Kalyani 741245
ইন্টারভিউ এর তারিখ-১৭ ই ডিসেম্বর ২০২২।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here