পশ্চিমবঙ্গে জেলা পরিষদে কর্মী নিয়োগ।বেতন ২৪০০০/- টাকা

পশ্চিমবঙ্গের নদীয়া  জেলা পরিষদে কর্মী নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো – অর্ডিনেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ,বয়স, কিভাবেবে আবেদন করবেন জানুন বিস্তারিত ।

বিজ্ঞপ্তি নাম্বার : 3094/N2P

আবেদন শুরু :  ৪ই নভেম্বর ২০২২ থেকে।

আবেদন শেষ : ১৬ নভেম্বর ২০২২ পর্যন্ত।

১) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো – অর্ডিনেটর  (নন টেকনিক্যাল )

যোগ্যতাঃ 

  • অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে পাবলিক হেল্‌থ এর উপর অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে রুরাল দেভেলপমেন্ত/ সচিয়াল ওয়রক এর উপর।
  • কম্পিউটার জানতে হবে। MS Office Package এর উপর কাজ জানতে হবে ।
  • ইংলিশ , বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে।
  • এরকম ধরনের ফিল্ড এ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :  ২৫  থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স ধরতে হবে ১/১১/২০২২ এর ভিত্তিতে ।

বেতনঃ প্রতিমাসে ২৪০০০/- টাকা।

২) পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো – অর্ডিনেটর  (টেকনিক্যাল )

যোগ্যতাঃ

  •  অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করা থাকতে হবে। 
  • কম্পিউটার জানতে হবে। MS Office Package এর উপর কাজ জানতে হবে ।
  • ইংলিশ , বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে।
  • এরকম ধরনের ফিল্ড এ তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স :  ২৫  থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স ধরতে হবে ১/১১/২০২২ এর ভিত্তিতে ।

বেতনঃ প্রতিমাসে ২৪০০০/- টাকা।

আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই www.nadiazillaparishad.in লিঙ্ক এ ক্লিক করে প্রার্থীর বৈধ ই-মেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে নাম রেজিস্ট্রেশান করাতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। 

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here

            Join Telegram  :-Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top