চাকরির খবর পশ্চিমবঙ্গ: রাজ্যের শিশু কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । কাউন্সিলার পদে শিশু কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ হবে।কিভাবে আবেদন করবেন ,শিক্ষাগত যোগ্যতা,বয়স সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন এই প্রতিবেদনে।এখানে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন । আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন অবসসই প্রতিবেদনটি পরে নিন।
বিজ্ঞপ্তি নাম্বার – 202/DCPU-79/JGM
আবেদন শুরু – ৭ ই নভেম্বর ২০২২ থেকে ।
আবেদন শেষ – ১৮ ই নভেম্বর ২০২২ পর্যন্ত ।
পদের নামঃ কাউন্সিলার
বয়স – প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
চাকরির খবর পশিমবঙ্গ বর্তমানে পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে বিস্তারিত জানুনবর্তমানে পশ্চিমবঙ্গে কোন কোন চাকরির ফর্ম ফিলাপ চলছে বিস্তারিত জানুন:
শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীর সাইকোলজি নিয়ে গ্রাজুয়েশান পাশ করা থাকতে হবে ।
- বাংলা, ইংলিশ , হিন্দি পড়তে ,লিখতে এবং বলতে জানতে হবে ।
- এছারাও, কম্পিউটার জানতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার ক্ষমতা থাকতে হবে ।
বেতন – প্রতিমাসে ১৩৫০০ টাকা ।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অথবা www.jhargram.gov.in এ গিয়ে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তার পর আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।
কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবেঃ
- বয়সের প্রমাণপত্র বা মাধ্যামিক এর আডমিট কার্ড এর জেরক্স (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
- উচ্চশিক্ষার সার্টিফিকেট (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
- কম্পিউটার এডুকেশন এবং এক্সপেরিয়েন্স সার্টিফিকেট।(জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
- ভোটার কার্ড /আধার কার্ড।(জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
- ২ টি সাম্প্রতি তোলা কালার পাসপোর্ট সাইজের ছবি ( একটি ছবি ফ্রম এর উপরে লাগিয়ে নিজের সই করতে হবে এবং ২ নং ছবিটার পিছনে নিজের নাম এবং বাবার নাম লিখতে হবে)
যে খামের মধ্যে ফর্ম এবং ডকুমেন্টস টা পাঠাবেন সেই খামের উপর লিখতে হবে Application for the post of Counsellor”JJB-Support Staff”
- ফর্ম টি অবশ্যই BLOCK/CAPITAL LETTERS এ ফিলাপ করতে হবে ।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :
District Child Protection unit
Office of the District Magistrate,
Jhargram
নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
পরীক্ষার নাম্বার বিভাজনঃ
- লিখিত পরীক্ষা-৮০
- কম্পিউটার টেস্ট-১০
- ইন্টারভিউ-১০
পরীক্ষার সিলেবাস –
- General Knowledge and Current Affairs
- Arithmetic
- English
- Bengali
- Psychology
আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
ফর্ম এর PDF লিংক : Click Here