Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

বিগবাস্কেট কোম্পানিতে কর্মী নিয়োগ । Bigbasket Job vacancy near me in Kolkata 2022

BIGBASKET কোম্পানিতে তে কর্মী নিয়োগের জন্য যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে Bigbasket Recruitment near me সেই বিষয়ে। যদি আপনি আমাদের এই পুরো প্রতিবেদনটা পড়েন তাহলে নিজেই আবেদন করতে পারবেন SALES MANAGER সহ আরও বিভিন্ন পদের জন্য এবং কি কি যোগ্যতা লাগছে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে সমস্ত কিছু জানতে পারবেন।

১) পোস্টের নাম :- SALES MANAGER

শিক্ষাগত যোগ্যতা :- গ্ৰ্যাজুয়েশন পাশ করা থাকতে হবে।

বয়স :- আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব হবে ০১/০৭/২০২২ অনুযায়ী।

বেতন :- প্রতি মাসে ২০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

 

২) পোস্টের নাম :- DELIVERY BOY CUM DRIVER

শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ করা থাকতে হবে।

কমপক্ষে ৩ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব হবে ০১/০৭/২০২২ অনুযায়ী।

বেতন :- প্রতি মাসে ১৫,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

 

৩) পোস্টের নাম :- STORE MANAGER

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো স্বীকৃতি প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ করা থাকতে হবে।

 

কম্পিউটারে MICROSOFT OFFICE, EXCEL, TALLY এর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়সসীমা :- আবেদনকারীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে এবং বয়সের হিসাব হবে ০১/০৭/২০২২ অনুযায়ী।

বেতন :- এই পোস্টের জন্য প্রতি মাসে ১৮,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

 

আবেদনের শেষ তারিখ :- ২৮/০৯/২০২২

 

আবেদন ফি:- এক্ষেত্রে কোনোরকম আবেদন ফি পেমেন্ট করতে হবে না।

আবেদন পদ্ধতি :- ধাপে ধাপে আবেদন পদ্ধতি নিচে দেওয়া হলো।

 

প্রথম ধাপ :- প্রথমে BIGBASKET এর অফিসিয়াল ওয়েবসাইটে এর Career অপশন এ যেতে হবে।

দ্বিতীয় ধাপ :- তারপর নাম, ইমেইল এড্রেস, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং যে পদের জন্য আবেদন করছেন সব তথ্য পূরন করতে হবে।

তৃতীয় ধাপ :- তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

চতুর্থ ধাপ :- অবশেষে নিচে দেওয়া SUBMIT BUTTON এ ক্লিক করে আবেদন সম্পূর্ণ করতে হবে।

 

অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো যাচাই  করে দেখে নেবেন তারপর আবেদন করবেন। Online Tathya কোন নিয়োগ সংস্থা নয় বা কোন রকম চাকরী দেয় না এবং যদি  আপনাদেরকে আমাদের ওয়েব সাইট এর নাম করে কোনো অসাধু ব্যক্তি যদি কোনও ভুল খবর দেয় বা চাকরির  লোভ  দেখাই । এবং সেই ফাঁদে আপনারা পা দেন এবং কোনো বিপদ হলে তার জন্য Online Tathya কর্তৃপক্ষ কোনো ভাবে দায়ী থাকবে না ।

1 thought on “বিগবাস্কেট কোম্পানিতে কর্মী নিয়োগ । Bigbasket Job vacancy near me in Kolkata 2022”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top