ED অফিসার হতে চান? Ed অফিসার হতে যোগ্যতা কি লাগে জানেন ?

আমরা টেলিভিশনে বিশেষ করে খবরের চ্যানেলে প্রায়ই ED (ইডি) সম্পর্কিত খবর দেখে থাকি। আমরা দেখি বিভিন্ন জায়গায় ED তল্লাশি চালিয়ে প্রচুর টাকা উদ্ধার করতে। অনেকেরই স্বপ্ন থাকে ইডি হবার কিন্তু ইডি কিভাবে হবেন ,কি যোগ্যতা লাগবে,কোন পরীক্ষায় পাস করলে ইডি হওয়া যায় তা হয়তো অনেকেই জানেন না। এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আজ আমরা আলোচনা করবো এই প্রতিবেদনে। আর্টিকেল টি পুরোটা পড়লে আশাকরি ইডি সম্পর্কে আর কোনো জিজ্ঞাস্য আপনাদের থাকবে না।

১) ED র পুরো নাম এবং প্রতিষ্ঠা  :

এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি সংস্থাটি ভারতের কেন্দ্র সরকারের অধীনস্থ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের (Ministry of Finance) আর্থিক তদন্তকারী সংস্থা।ইডি প্রতিষ্ঠিত হেয়েছে ১ই মে ১৯৫৬ সালে।

২) ইডির কাজ:

 দেশের কোনো জায়গায় বা কোনো  ব্যাক্তি অর্থনৈতিক তছরূপ করলে, ইডির অধীনে কর্মরত অফিসাররা তদন্ত শুরু করেন। অভিযুক্ত ওই ব্যাক্তির বাড়িতে, অফিসে Raid করে হিসাব বহির্ভুক্ত টাকা অর্থাৎ কালো টাকা উদ্ধার করা হলো ED-এর কাজ।

ভারতে হিসাবের বাইরের বিদেশি সম্পত্তি হোক কিংবা মানি লন্ডারিং এর মতো অপরাধ প্রতিরোধ সহ,আরো যেসমস্ত কাজ ইডি করে থাকে সেগুলি হলো-

(১) Foreign Exchange Management আইনের লঙ্ঘন হলে তদন্ত করে ইডি।

(২) টাকার লেনদেন বিষয়ক তদন্ত করে থাকে এই ED।

(৩) FEMA আইনের লঙ্ঘনের কারনে দোষী সাব্যস্তদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার ক্ষমতা ইডির কাছে থাকে।

(৪) ভারতের বাইরে অন্য কোনো দেশে সম্পত্তি কিনলেও তার সমস্ত তদন্তের কাজ ইডির মাধ্যমে হয়ে থাকে।

(৫) বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) এর সাথে জড়িত কোনো মামলার তদন্তেরও কাজ করে থাকে ইডি।

৩) ED-এর কার্যালয় :

এই সংস্থার মুখ্য কার্যালয় দিল্লীতে। তাছাড়াও সারা ভারতে মোট ৫টি অফিস আছে, সেগুলি হলো – কলকাতা, দিল্লী, চেন্নাই, মুম্বাই ও চণ্ডীগড়।

৪) ED হবেন কিভাবে?

ইডি অফিসার পদে চাকরির নিয়োগ দুই ভাবে হয়ে থাকে-

(১) SSC CGL (Combined Graduate Level Exam) পরীক্ষার মাধ্যমে।

(২) তাছাড়া কেন্দ্রীয় সরকারের যে কোনো অফিসার পদোন্নতির মাধ্যমেও ইডি অফিসার হিসাবে নিয়োগ হয়। এই চাকরি হয় গ্রুপ বি অধীনে।

ED নিয়োগ করা হয় SSC CGL পরীক্ষার চারটি ধাপে –

 Tier-1 পরীক্ষা (২০০ নম্বর) ।

 Tier-2 পরীক্ষা (২০০ নম্বর) ।

 Tier-2 পরীক্ষা (১০০ নম্বর) ।

 Document Verification (নথিপত্র যাচাইকরণ)

৫) ED হওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা :

১. সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।

২. ED হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হয়।

৩. এছারাও প্রার্থীকে চালাক, ধুর্ত হতে হয় এবং সেইসাথে মানুষকে বোঝার বিশেষ ক্ষমতা থাকতে হবে।

 

৬) ইডি অফিসারের মাসিক বেতন:

ইডি অফিসারের মাসিক বেতন শুরু হয় ৬০,০০০ টাকা থেকে। পরবর্তী সময়ে অভিজ্ঞতা ও সময়ের সাথে বেতন বৃদ্ধি পায়।

৭) বয়স :

ইডি অফিসার হওয়ার জন্য বয়স হতে হবে ২০-২৭ বছরের মধ্যে। S.C, S.T-রা ৫ বছর এবং O.B.C-রা ৩ বছর যথারীতি বয়সে ছাড় পাবেন।PWD শ্রেণীর প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন যোগ্য নয়।

1 thought on “ED অফিসার হতে চান? Ed অফিসার হতে যোগ্যতা কি লাগে জানেন ?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top