চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরির বিরাট সুযোগ করে দিলো পশ্চিমবঙ্গ সরকার ।পশ্চিমবঙ্গে নবান্নে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । কন্ট্রাকচুয়াল কন্সাল্ট্যান্ট এবং কন্ট্রাকচুয়াল জুনিয়র কন্সাল্ট্যান্ট পদে নিয়োগ । কর্মী দের প্রতিমাসে আকাশ ছোঁয়া বেতন দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই এখানে আবেদন করতে পারবেন । কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা,বেতন, বয়স, বেতন সম্পর্কিত যাবতীয় তথ্য জানুন বিস্তারিত ।
বিজ্ঞপ্তি নাম্বার :– 726-GE/N/1E-144/19(Part VI)
আবেদন শুরু :– ১১ ই নভেম্বর ২০২২
আবেদন শেষ :– ২৮ শে নভেম্বর ২০২২
১) পদের নাম :- কন্ট্রাকচুয়াল কন্সাল্ট্যান্ট।
নিয়োগকারী সংস্থা :– State Government in the Home and Hill Affairs Department .
বয়স :– ১লা জানুয়ারী ২০২২ এর ভিত্তিতে ৩৬ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন ।
শিক্ষাগত যোগ্যতা :- Master Degree থাকলে অথবা MBA/MPA/MPP পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ।
অভিজ্ঞতা :- মোটামুটি ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ।
বেতন :- প্রতিমাসে ১২৫,০০০/- টাকা।
২)পদের নাম :- কন্ট্রাকচুয়াল জুনিয়র কন্সাল্ট্যান্ট
নিয়োগকারী সংস্থা :– State Government in the Home and Hill Affairs Department .
বয়স :– ১লা জানুয়ারী ২০২২ এর ভিত্তিতে ৩৬ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন ।
শিক্ষাগত যোগ্যতা :– Master Degree থাকলে অথবা MBA/MPA/MPP পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ।
অভিজ্ঞতা :– মোটামুটি ১ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ।
বেতন :– প্রতিমাসে ৭৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অথবা Application Copy Download Link এ গিয়ে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তার পর আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে ই -মেল বা পোস্ট এর মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।
ঠিকানা :– Deputy Secretary ,GE Branch, Home and Hill Affairs Department, Government of West Bengal, Room No.505, NABANNA, Shibpur, Howrah-711102.
Or,
E-mail id- [email protected]
কল লেটার ই মেল এর মাধ্যমেই পাঠানো হবে।
পরীক্ষার যাবতীয় নতুন কিছু আপডেট ,তারিখ,সময় সম্পর্কিত বিস্তারিত তথ্য এই www.home.wb.gov.in ওয়েবসাইট এ দেওয়া হবে ।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :–Click Here
Join Telegram:- Click Here