মিনিস্ট্রি অফ হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এর মাধ্যমে জওহরলাল ইন্সিটিউট অফ টেকনোলজি তে ৪৩৩ টি নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স সম্পর্কিত নানা তথ্য জানুন বিস্তারিত ।এখানে সারা ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি নাম্বার – I/DR/1(3)/2022
আবেদন শুরু – ৭ ই নভেম্বর ২০২২ থেকে ।
আবেদন শেষ – ১ ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত ।
পদের নাম- নার্সিং অফিসার।
শূন্যপদ – ৪৩৩ টি । (UR-১৭৫ টি, EWS-৪৩ টি, OBC- ১১৬ টি, SC- ৬৬ টি, ST- ৩৩ টি)
শিক্ষাগত যোগ্যতা – স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে B.sc নার্সিং করা থাকলে আবেদন করতে পারবেন ।
বয়সঃ ৩৫ বছরের মধ্যে হতে হবে । বয়স হিসাব করতে হবে ১ ই ডিসেম্বর ২০২২ তারিখ অনুযায়ী ।
বেতন – প্রতিমাসে বেতন ৪৪৯০০ টাকা।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। Annexure-I, Annexure-II, Annexure-III, Annexure-IV, Annexure-V ফর্ম ফিলআপ করে তার সাথে ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করতে হবে ।
আবেদন ফি – আবেদন ফি Unreserved/EWS/OBC প্রার্থীদের জন্য ১৫০০ টাকা এবং ST/SC প্রার্থীদের জন্য ১২০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে । এবং PWBD প্রার্থীরা সম্পূর্ণ ফ্রী তে আবেদন করতে পারবেন ।আবেদন ফি Net Banking/Debit Card/Credit Card এর মাধ্যমে জমা করতে হবে ।
নিয়োগ পদ্ধতিঃ কম্পিউটার টেস্ট এবং স্কিল টেস্ট এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
নিয়োগ স্থানঃ
জওহরলাল ইন্সিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ,পুডুচেরি ।
কম্পিউটার পরীক্ষাঃ ১৮ ই ডিসেম্বর ২০২২।
পরীক্ষা কেন্দ্র – কলকাতা ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here