উচ্চমাধ্যামিক পাশে গ্রাম রোজগার সহায়ক পদে ১২০০০ টাকা বেতনের চাকরি | Hs Pass BDO Office Job Recruitment 2021

উচ্চমাধ্যামিক পাশে চাকরি: উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় বিডিও অফিসের অধিনে পঞ্চায়েত এলাকা গুলিতে গ্রাম রোজকার সহায়ক পদে সম্পূর্ণ অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে । কোন কোন ব্লকে কোন পঞ্চায়েতের অধিনে এই নিয়োগ হবে, কি কি প্রয়জনীয় যোগ্যতা লাগবে সব কিছুই নিচে বিস্তারিত আলোচনা করা হল। BDO Office Job 2021


বিজ্ঞপ্তি নম্বর :- 450/PD

পদের নাম :- গ্রাম রোজগার সহায়ক পদ।

শুন্যপদ :- ২ টি শুন্যপদ।

 

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থী কে বিজ্ঞান শাখা নিয়ে উচ্চমাধ্যামিক পাশ করতে হবে এবং কম পক্ষে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে । এছাড়া ম্যাথামেটিক্স ও ফিজিক্স অবশ্যই থাকতে হবে। এছাড়াকম্পিউটার অ্যাপ্লিকেশানের ওপর মাসের কোর্সকরা থাকা আবশ্যিক


বয়সসীমা : প্রার্থীকে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে।বয়স হিসাব করতে হবে 01/01/2021এছাড়া সরকারী নিয়ম অনুসারে রাজ্যের SC/ST/OBCপ্রার্থী রা বয়সের ঊর্ধ্ব সীমায় ছাড় পেয়ে যাবেন 


বেতন :- চাকরি তে প্রবেশ করেই মাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।

 

আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে । একটি A4 সাইজ পেজে আবেদন পত্র টি পুরন করে সাথে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযোগ করে একটি মুখ বন্ধ খামের মধ্যে ভরে নিচে নিচে দেওয়া ব্লকের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে । এখানে সরাসরি গিয়ে জমা করতে হবে । নিচে অফিসিয়াল নোটিশ সহ আবেদন পত্রের লিঙ্ক দেওয়া হল ।

 

আবেদন পত্র জমা করতে হবে সোম থেকে শুক্র বারের মধ্যে সময় ( সকাল ১১ টা থেকে বিকাল ৩ঃ৩০ এর মধ্যে ) আবেদন পত্র জমা দেবার শেষ তারিখ ২৪ শে মে ২০২১ ।

 

প্রয়োজনীয় নথিপত্র :- নিচে দেওয়া সমস্ত নথিপত্র গুলি শেল্ফ আটেস্টেড করে আবেদন পত্রের সাথে জমা করতে হবে ।

  • বয়সের প্রমানপত্র বা মাধ্যমিকের আডমিট কার্ড / বার্থ সার্টিফিকেট
  • ১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজ ফটো
  • উচ্চমাধ্যমিকের রেজাল্ট
  • স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
  • আধার কার্ড / ভোটার কার্ড
  • কম্পিউটার সার্টিফিকেট

 

আবশ্যিক শর্তাবলী :- প্রার্থী কে অবশ্যই হুগলী জেলার পলবা-দাদপুর ব্লকের স্থায়ী বাসিন্দা/ ভোটার হতে হবে ।

 

প্রার্থী বাছাই প্রক্রিয়া :- শিক্ষাগত যোগ্যতার নম্বর অর্থাৎ উচ্চমাধ্যমিকের নম্বরের ওপর ভিত্তি করে প্রার্থী কে ডাকা হবে , তারপর ইন্টারভিউ ও ডকুমেন্টস যাচাই এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে । এখানে হুগলী জেলার পলবা-দাদপুর ব্লকের দুটি পঞ্চায়েত হারিত ও মহানদ পঞ্চায়েতে এই নিয়োগ করা হবে ।

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Job News

Click Here

Application Form

Click Here

“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top