ONGC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন প্রতিমাসে ৫০ হাজার।ONGC Recruitment

কেন্দ্রীয় অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।ভারতীয় নাগরিক তথা পশ্চিম বঙ্গের সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন , শিক্ষাগত যোগ্যতা সম্পর্খীত বিস্তারিত তত্থ নিচে দেওয়া হল।ONGC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন প্রতিমাসে ৫০ হাজার।ONGC Recruitment

বিষয়বস্তু এক নজরে

বিজ্ঞপ্তি নম্বর – 85/2022,86/2022,87/2022

আবেদন শুরু- ১৭ ই ডিসেম্বর ২০২২ থেকে। 

আবেদন এর শেষ তারিখ –১৫ ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত।

ONGC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন প্রতিমাসে ৫০ হাজার।

ONGC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
ONGC তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।

 

পদের নাম – অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ,অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 

যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল-

কেমিক্যাল ,মেকানিক্যাল ,ইলেক্ট্রিক্যাল,সিভিল ,ইন্সট্রুমেনশন ,কম্পিউটার সাইন্স ,কেমিস্ট্রি ,মার্কেটিং ,লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স ,ফিনান্স/ইন্টারনাল অডিট ,সেক্রেটারিয়াল।

মোট শূন্যপদ –৯৬ টি 

শিক্ষাগত যোগ্যতা –প্রার্থীকে সংশ্লিষ্ট ক্ষেত্রে BE/B.Tech/B.sc/CA/ICAI/MBA/PG করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স –সমস্ত পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড়  পাবে।

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা  অনলাইন এর  মাধ্যমে আবেদন করতে পারবেন নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।  রেজিস্ট্রেশান করার সময় প্রার্থীর বৈধ ই মেল আইডি মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে

আবেদন ফি – জেনারেল ,ওবিসি ,EWS প্রার্থীদের জন্য ১১৮ টাকা ,এবং ST/SC/PWD/EX-Serviceman প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না তাঁরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। 

আবেদন ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড ,নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে অবশ্যই নীচে দেওয়া লিঙ্ক ক্লিক করে নোটিফিকেশন টি ডাউনলোড করুন

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-

  1. LINK 1
  2.                                           LINK 2
  3.                                           LINK 3

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

  Join Telegram  :-Click Here

Leave a Comment