ভারত সঞ্চার নিগম লিমিটেড অথবা BSNL এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়স ,বেতন সম্পর্কিত যাবতীয় তথ্য জানুন বিস্তারিত।
BSNL এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ । প্রতিমাসে বেতন ৪০,৫০০ টাকা। BSNL Recruitment
বিজ্ঞপ্তি নাম্বার- BSNLCO-A16(12)/2/2022-ESTAB/1
আবেদন শুরু-৩১ শে ডিসেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষ- ৩১ শে জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
পদের নাম- জুনিয়র টেলিকম অফিসার।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পোস্ট গ্রাজুয়েট সহ টেলি কমিউনিকেশন /ইলেকট্রনিক্স /রেডিও/কম্পিউটার /ইলেকট্রিকাল /ইনফরমেশন টেকনোলজি /ইন্সট্রুমেনশন এ ডিপ্লোমা/ ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৬,৪০০/- টাকা থেকে ৪০,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
বয়স- আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । এছারাও SC/ST প্রার্থীরা ৫ বছরের,OBC প্রার্থীরা ৩ বছরের এবং PWB প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন।
মোট শূন্যপদ- ১১৭০৫ টি।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশান করতে হবে। রেজিস্ট্রেশান করার সময় প্রার্থীর বৈধ ই মেল আইডি মোবাইল নাম্বার সহ প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে নোটিফিকেশন টি ডাউনলোড করুন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
Join Telegram :-Click Here