Flipkart Job in Haringhata Recruitment 2022

Flipkart Haringhata Data Entry Operator পদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েট পাশ হলেই আবেদন করতে পারবেন। ইন্টারভিউ-এর মাধ্যমে ফ্লিপকার্ট ওয়ারহাউসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে।

পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর।

শূন্যপদ :- ৫০০ + 

শিক্ষাগত যোগ্যতা :- উচ্চমাধ্যমিক গ্রাজুয়েশন। সাথে কম্পিউটার সার্টিফিকেট লাগবে। 

বয়সসীমা :- 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। 

আবেদন ফী :- শূন্য। 

বেতন :- 10,225/- থেকে 13,500/- পর্যন্ত (নাইট বিভিন্ন বোনাস সহ ওভার টাইম অতিরিক্ত) (PF + ESI)

কাজের সময় :- 9 ঘন্টা (লাঞ্চ/ডিনার টাইম সহ) দিন এবং রাত্রি দুই সিফটে কাজ হবে ক্ষেত্র বিশেষে তিনটি শিফ্ট হতে পারে।  (মহিলাদের শুধু দিনে কাজ হবে)

 

নিচের প্রত্যেক টা জিনিসি সঙ্গে আনতে হবে :-

1) আপডেট BIO-Data পাসপোর্ট ফটো।

2) নিজের আধার কার্ডের জেরক্স। 

3) নিজের এন্ড্রোইড ফোন অথবা জিও ফোনে আরোগ্য সেতু এপ্স টি অবশ্যই ইনস্টল রাখতে হবে। 

4) ভদ্রস্ত অফিসিয়াল ড্রেস পরে অসতে হবে।

5) যে কোনো ধরণের কভার সু (বুট) অবশ্যই পরে আসতে হবে। 

6) অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

 

Official Website:- Click Here

Apply Now :- Apply Now 

শতর্কবানী :- দয়া করে মনে রাখবেন আমরা বা আমাদের কোনাে কর্মী কখনই কারও কাছে কোনও অর্থ দাবি করি না। আমরা বিনামূল্যে চাকরি অফার করি, তাই দয়া করে প্রতারণামূলক অনুরােধগুলি থেকে সাবধান থাকুন এবং আপনার পরিবার বন্ধুদের সতর্ক করুন। আপনাকে সহযােগীতা করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি ভবিষ্যতে আপনি আমাদের সংস্থার খুব মূল্যবান কর্মচারী হতে চলেছেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top