মোবাইলের মাধ্যমে কিভাবে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংক করবেন ?

আধার কার্ডের  সঙ্গে এবার ভোটার কার্ডের লিঙ্ক অবশ্যক । ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (EC)। ভোটার তালিকার যাচাইকরণ করাই এর মূল লক্ষ্য।নির্বাচনী আইন (সংশোধন) বিল ২০২১ অনুযায়ী এই নীতি অবলম্বন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে যে, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করা থাকলে কোনও ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে, তা শনাক্তকরণে সহায়তা করবে।বাড়িতে বসে ,মোবাইল এর মাধ্যমে কীভাবে আপনার  আধার কার্ডের সাথে ভোটার কার্ড এর লিংক করবেন জানুন বিস্তারিত।

বাড়ি বসেই ভোটার আইডি-সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা যাবে। লাগবে শুধু একটি ইন্টারনেট-সহ স্মার্টফোন। কীভাবে করবেন?জানুন …………
মোবাইল App এর মাধ্যমে ফ্রম ফিলাপ করার জন্য নীচের পদ্ধতি গুলি ফলো করুন। .
১) ফোনের প্লে স্টোর থেকে বা আপেল স্টোর থেকে ভোটার হেল্প লাইন App টি ডাউনলোড করুন।
২)App টি ওপেন করার পর “I Agree” Option টিতে টিক দিয়ে Next অপসন টিতে ক্লিক করুন।
৩)প্রথম অপশন , ভোটার রেজিস্ট্রেশন” অপশন টিতে ক্লিক করুন।
৪) ইলেক্টোরাল অথেনটিকেশন ফ্রম (ফ্রম 6B) তে ক্লিক করে ওপেন করুন।
৫) “Lets Start” অপশন টিতে ক্লিক করুন।
৬) আপনার যে মোবাইল নম্বর টি আধার কার্ড এর সাথে লিংক করা আছে ,সেই মোবাইল নম্বর টি লিখে “Tap on Send OTP অপশন টিতে ক্লিক করুন।
৭) মোবাইল আসা OTP নম্বর টি লিখে “Verify “ অপশন টিতে ক্লিক করুন।
৮) ”I Have Voter ID” অপশন টিতে ক্লিক করে  Next অপসন টিতে ক্লিক করুন।
৯) তারপর ভোটার কার্ড নম্বর টি লিখুন ,স্টেট সিলেক্ট করুন এবং ক্লিক করুন “Fetch Details” অপশন টিতে।
১০) Proceed অপশন  টিতে ক্লিক করুন।
১১)আধার কার্ড নম্বর ,রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং প্লেস অফ অথেন্টিকেশন লিখে “Done” অপশন টিতে ক্লিক করুন।
 ১২) আপনার সামনে আপনার দ্বারা ফিলাপ করা FROM 6B টি ওপেন হবে, সমস্ত বিবরণ সঠিকভাবে ভরার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর সাবমিট-এ ক্লিক করবেন ।
সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য নিচের পদ্ধতি গুলি ফলো করুন। .
১. ফোনের গুগলের সার্চ বার এ ,  https://voterportal.eci.gov.in/ লিখে সার্চ করুন।
২. মোবাইল নম্বর/ইমেল আইডি/ভোটার আইডি নম্বর লিখে লগইন করুন এবং পাসওয়ার্ড দিন।
৩. রাজ্য, জেলা এবং ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্ম তারিখ এবং পিতার নাম লিখুন।
৪. ডিটেলস পূরণ করার পর সার্চ’-এ ক্লিক করুন। যদি আপনার দেওয়া ডিটেলস সরকারি ডাটাবেসের সঙ্গে মিলে যায়, তবে তা স্ক্রিনে দেখাবে।
৫. ফিড আধার নং‘ অপশনে ক্লিক করুন। এটি স্ক্রিনের বাঁ দিকে দেখতে পাবেন ।
৬. একটি পপ-আপ পেজ আসবে। সেখানে আধার কার্ড, আধার নম্বর, ভোটার আইডি নম্বর, নিবন্ধিত মোবাইল নম্বর এবং/অথবা রেজিস্টার্ড ইমেলে উল্লিখিত আপনার নাম লিখতে হবে।
৭. সমস্ত বিবরণ সঠিকভাবে দেবার পরে, একবার ক্রস চেক করে নেবেন। এরপর সাবমিট-এ ক্লিক করবেন ।
৮. স্ক্রিনে দেখাবে আপনার আবেদন সফলভাবে গৃহিত হয়েছে।

 

Votter Help AppLink :- Click Here

প্রয়োজনে আপনার নিকটস্থ সাইবার ক্যাফের  মাধ্যমেও ভোটার আইডি এবং আধার লিঙ্ক করাতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Online Tathya | Best Digital Marketing Training Institute in India
Online Tathya | Best Digital Marketing Training Institute in India
Online Tathya - Leading Digital Marketing Training Institute

আমি Facebook Ads Expert হওয়ার জন্য তৈরি →

আমি Graphic Designer হওয়ার জন্য তৈরি →

Online Tathya | Best Digital Marketing Training Institute in India

আমি Web Developer হওয়ার জন্য তৈরি →

Online Tathya | Best Digital Marketing Training Institute in India

আমি Youtube চ্যালেঞ্জে অংশ নিতে তৈরি  →