ন্যাশনাল ব্যাংক ফর আগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এর তরফ থেকে কৃষি ও গ্রামীণ উন্নয়নের জন্য গ্রুপ বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন পদে নিয়োগ করা হবে ,কীভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য রইল আজকের প্রতিবেদনে। এই পদটির জন্য ভারতীও নাগরিক তথা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন ।
আবেদন শুরুর তারিখঃ ১৫/০৯/২০২২ থেকে।
আবেদন শেষের তারিখঃ ১০/১০/২০২২ পর্যন্ত।
পদের নাম :
ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (অ্যাসিস্ট্যান্ট)
শূন্যপদ :
মোট শূন্য পদ ১৭৩ টি ।(UR-৮০, SC-২১, ST-১১, OBC- ৪৬, EWS-১৫)
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট পাশ করা থাকতে হবে।
বয়স :
প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। OBC/ST/SC/EWS প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
বেতনঃ
বেতন পাবেন প্রতি মাসে ৩২০০০ টাকা ।
পদের নাম :
ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি)
শূন্যপদ :
মোট শূন্য পদ ৪ টি ।(UR-০৩, ST-০১)
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো হিন্দি ও ইংলিশ মিডিয়াম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট পাশ করা থাকতে হবে অথবা হিন্দি ও ইংলিশ মেইন সাবজেক্ট রেখে ৫০% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন।
বয়স :
প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। OBC/ST/SC/EWS প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
বেতনঃ
বেতন পাবেন প্রতি মাসে ৩২০০০ টাকা ।
আবেদন পদ্ধতিঃ
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.nabard.org এই অফিসিয়াল ওয়েবসাইট এ যাবার পর, প্রার্থীর মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।তারপর অনলাইনে আবেদন পত্র ফিলাপ করতে হবে। প্রার্থীর ছবি ,সিগনেচার ,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
আর বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here