বেকার যুবক যুবতীদের জন্য ভারতীয় স্টেট ব্যাঙ্ক নিয়ে এল এক বিরাট চাকরির সুযোগ। জুনিয়র অ্যাসোসিয়েট পদে প্রায় ৫০০৮ টি শূন্যপদে কর্মীনিয়োগ চলছে। কিভাবে আবেদন করবেন ,শিক্ষাগত যোগ্যতা ,আবেদন ফি সহ নানা বিস্তারিত তথ্য দেওয়া হলো নীচের প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নাম্বার :- CRPD/CR/2022-23/15
আবেদন শুরুর তারিখ :- ০৭/০৯/২০২২ থেকে।
আবেদন শেষের তারিখ :- ২৭/০৯/২০২২ পর্যন্ত।
পদের নাম :
জুনিয়র এসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট এবং সেলস )
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ করা থাকতে হবে। পাশ করতে হবে ৩০/১১/২০২২ তারিখের মধ্যে ।
বয়স
প্রার্থীর বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। বয়স ধরতে হবে ০১/০৮/২০২২ এর মধ্যে ।প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ০২/০৮/১৯৯৪ থেকে ০১/০৮/২০০২ তারিখের মধ্যে। OBC/ST/SC/PWD প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
বেতনঃ
১৯৯০০ টাকা প্রতি মাসে ,তার সাথে অন্যান্য সুবিধা।
শূন্যপদ
মোট শূন্য পদ ৫০০৮ টি ।(সারা ভারতবর্ষ মিলিয়ে)। পশ্চিমবঙ্গে মোট ৩৪০ টি।
SC=৭৮, ST=১৭, OBC=৭৫, EWS=৩৪, GEN=১৩৬ টি ।
প্রার্থী বাছাই করা হবে ১)প্রিলিমিনারি এক্সাম ২) মেইন এক্সাম এর মাধ্যমে ।
১)প্রিলিমিনারি এক্সাম সিলেবাসঃ
ইংলিশ- ৩০ টি প্রশ্ন ৩০ নাম্বার
নিউমেরিকাল এবিলিটি -৩৫ টি প্রশ্ন ৩৫ নাম্বার।
রিজিনিং এবিলিটি- ৩৫ টি প্রশ্ন ৩৫ নাম্বার।
মোট ১০০ টি প্রশ্ন ১০০ নাম্বার এর পরীক্ষা হবে ,সময় ১ ঘণ্টা ।
মেইন এক্সাম সিলেবাসঃ
জেনারেল/ফিনান্সিয়াল এওয়ারনেস – ৫০ টি প্রশ্ন ৫০ নাম্বার।
জেনারেল ইংলিশ :- ৪০ টি প্রশ্ন ৪০ নাম্বার।
কয়ান্টিটিভ এপটিটিউড :- ৫০ টি প্রশ্ন ৫০ নাম্বার।
রিজনিং এবিলিটি ও কম্পিউটার এপটিটিউডঃ ৫০ টি প্রশ্ন ৬০ নাম্বার।
১৯০ টি প্রশ্ন হবে ২০০ নাম্বারের ,সময় পাবেন ২ ঘণ্টা ৪০ মিনিট ।
প্রতিটি পরীক্ষায় নেগেটিভ মারকিং থাকবে। ১ টি উত্তর ভুল করলে ০.২৫ নাম্বার কাটা যাবে অর্থাৎ ৪ টি উত্তর ভুল হলে ১ নাম্বার কাটা যাবে।
পরীক্ষার ভাষা
পশ্চিমবঙ্গের জন্য ইংলিশ ,হিন্দি,বাংলা ভাষা তে প্রশ্ন হবে।
আবেদন ফিঃ
SC/ST/PWBD/ESM/DESM প্রার্থীদের জন্য আবেদন ফি লাগছে না।
General/OBC/EWS প্রার্থীদের জন্য ৭৫০ টাকা আবেদন ফি ।
পরীক্ষা কেন্দ্র
আসানসোল , দুর্গাপুর,কলকাতা, হুগলি,হাওড়া ,কল্যাণী ও শিলিগুড়ি ।
আবেদন পদ্ধতিঃ
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ফ্রম টি ফিলআপ করতে হবে । আবেদন করার সময় আপনার ছবি ,হাতের বুড়ো আঙ্গুলের ছাপ ,সিগনেচার আপলোড করতে হবে।
আর বিস্তারিত জানার জন্য অবশ্যই PDF ডাউনলোড করার লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নেবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
ফর্মফিলাপ ওয়েবসাইট : Click Here