মাধ্যমিক পাস চাকরিপ্রার্থী দের জন্য বিরাট সুখবর। আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং সাইকেল চালাতে পারেন তাহলে আপনার জন্য সুখবর। গ্রামীণ ডাক সেবক পদে নতুন নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । চাকরি পেতে পারেন ভারতীয় ডাকবিভাগে (India Post), কীভাবে আবেদন করবেন? কবে আবেদনের শেষ তারিখ? বিস্তারিত নিচে জানানো হল।
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- RECTT/50-1/DLGS/2020
বিঞ্জপ্তি নম্বর :- 08/03/2021
আবেদনের শেষ তারিখ :- 07/04/2021
মোট শূন্যপদ :-1137+1421= 2558
পদের নাম :- গ্রামীণ ডাক সেবক।
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাস হতে হবে। স্থানীয় ভাষা জানতে হবে। সাইকেল চালানো জানতে হবে।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে 8 মার্চ, 2021 তারিখ অনুযায়ী ৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে https://appost.in/gdsonline/ সরাসরি এই ওয়েবসাইট এ গিয়ে অনলাইনের মাধ্যমে। প্রথেমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ফী পেমেন্ট করতে হবে তারপর লগইন করে আবেদন করতে হবে।
বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে 12,000/- থেকে 14,500/- টাকা পর্যন্ত ৷
মনে রাখবেন, এই পদের জন্য ভারতবর্ষের যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন। তবে এই নিয়োগ টি করা হচ্ছে Kerala এবং Chattisgarg সার্কলে এ এবং Job Location হবে সেই ঠিকানায়শুধুমাত্র যারা আবেদন করতে ইচ্ছুক আছেন তারাই আবেদন করবেন
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷