Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

৮০,০০০ শূন্যপদে GD কনস্টেবল নিয়োগ | SSC GD Constable Recruitment 2021

মাধ্যমিকপাশে কনস্টেবল (GD) নিয়োগ | SSC GD Constable Recruitment 2021

পুলিশের চাকরির খবর ২০২১: মাধ্যমিক পাশে ৮০,০০০ শূন্যপদে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি-রমাধ্যমে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তে GD Constable নিয়োগ করা হবে। ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কনো জেলার পুরুষ ও মহিলা উভয়ই পার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। GD Constable এর বিস্তারিত নিচে দেওয়া হল।

 

পদের নাম :- কনস্টেবল (GD)।

মোট শূন্যপদ :- ৮০,০০০

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 04/05/2021 (সূত্রের খবর)

 

SSC GD কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ করতে হবে সরকার স্বীকৃত বোর্ডের অধীনস্থ স্কুল থেকে ।

 

SSC GD কনস্টেবল বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা সর্বচ্চো বয়সে ছাড় পাবেন। এসসি/এসটি পার্থীরা ১৮ থেকে ২৮ বছর,   ওবিসি পার্থীরা  ১৮ থেকে ২৬ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

SSC GD কনস্টেবল শারীরিক পরিমাপ (পুরুষ)

১)উচ্চতা

ক) জেনারেল/ওবিসি/এসসি – ১৭০ সেন্টিমিটার।

খ) এসটি – ১৬২.৫ সেন্টিমিটার।

 

২) বুক

ক) জেনারেল/ওবিসি/এসসি – ৮০ সেন্টিমিটার (৫ সেন্টিমিটার বৃদ্ধি)।

খ) এসটি – ৭৬ সেন্টিমিটার।

 

SSC GD কনস্টেবল শারীরিক পরিমাপ (মহিলা)

উচ্চতা (মহিলা)

ক) জেনারেল/ওবিসি/এসসি – ১৫৭ সেন্টিমিটার।

খ) এসটি – ১৫০ সেন্টিমিটার।

 

SSC GD কনস্টেবল শারীরিক সক্ষমতা

১) পুরুষ :-  আবেদনকারীকে ২৪ মিনিটে ৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে।

২) মহিলা :- আবেদনকারীকে ৮ মিনিট ৩০ সেকেন্ডে ১.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে।

 

SSC GD কনস্টেবল বেতন :- প্রতি মাসে ২১,৭০০ থেকে৬৯,১০০ টাকা পর্যন্ত। সপ্তম পে কমিশন অনুযায়ী।

 

SSC GD কনস্টেবল নির্বাচন পদ্ধতি :-

১) কম্পিউটার পরীক্ষা

২) শারীরিক মাপ

৩) মেডিক্যাল পরীক্ষা

৪) ফাইনাল মেরিট লিস্ট

 

SSC GD কনস্টেবল আবেদন পদ্ধতি :- অনলাইনের মাধ্যমে আবেদনকরতে হবে। বিস্তারিত জানতে https://ssc.nic.in/ ওয়েবসাইটে  ভিজিট করুন।

 

SSC GD কনস্টেবল আবেদন ফি :- জেনারেল  ১০০/-টাকা  আবেদন ফী টাকা লাগবে। এসসি/এসটি/মহিলা পার্থীদের কোনও টাকা লাগবে না।

 

অফিসিয়াল ওয়েবসাইট :- ClickHere

অফিসিয়াল  বিজ্ঞপ্তি :- Click Here

আবেদনপত্র ডাউনলোড করুন :- খুব শীঘ্রই বিজ্ঞপ্তি  প্রকাশিত হবে।

2 thoughts on “৮০,০০০ শূন্যপদে GD কনস্টেবল নিয়োগ | SSC GD Constable Recruitment 2021”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top