রাজ্যের শিলিগুড়ি পৌরনিগমের অন্তর্ভুক্ত বিভিন্ন পার্কের জন্য মালি নিয়োগের জন্য বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবেন ৷ নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করেছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ৷ যে সকল পার্থীরা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন– এ কাজ করতে আগ্রহী তাদের জন্য রইল সম্পূর্ন আবেদন পক্রিয়া ৷ Siliguri municipal corporation Mali vacancy 2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 27/07/2021
আবেদনের শেষ তারিখ :- 10/08/2021
পদের নাম :- মালি ৷
মোট শূন্যপদ :- 32 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- শিক্ষাগত যোগ্যতার কথা কিছু বলা হইনি। তবে আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার নথিপত্র জমা করতে হবে ৷
বয়সসীমা :- বয়সসীমা কত বছরের মধ্যে বয়স হতে হবে কিছু বলা হয়নি ৷
আবেদন পদ্ধতি :- ইচ্ছুক পার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের Establishment Section – এ জমা করতে হবে ৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 10/08/2021 বিকাল 4 টা পর্যন্ত ৷
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
sir mali podar ja apply kora hoyacha sata kobe exam hobe plz eakto bolben.