রপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হচ্ছে : West Bengal Rupashree Prakalpa Recruitment 2021

রপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ হচ্ছে : West Bengal Rupashree Prakalpa Recruitment 2021

WB New GOVT Job Vacancy: পশ্চিমবঙ্গসরকার বিভিন্ন জেলায় রপশ্রী প্রকল্পের অধীনে কাজের জন্য বিভিন্ন পদে পুরুষ মহিলা কর্মীনিয়োগ করে থাকে তেমনই কোচবিহারজেলার জেলাশাসক দপ্তরে এই নিয়োগের বিঞ্জপ্তিপ্রকাশিত হয়েছে মূলত মোটদুটি ডির্পামেন্টে নিয়োগ করছেঅ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে ৷ West Bengal Rupashree Prakalpa Recruitment 2021

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 27/01/2021

বিঞ্জপ্তি নম্বর :- DM/Estb/01of2021

আবেদনের শেষ তারিখ :- 12/02/2021

মোট শূন্যপদ :- 5টি

প্রথম পদের নাম :- অ্যাকাউন্টেন্ট (রপশ্রী প্রকল্পের অধীনে) ৷


অ্যাকাউন্টেন্ট পদে শূন্যপদ :- 4 টি ৷


অ্যাকাউন্টেন্ট পদে শিক্ষাগত যোগ্যতা :- কমার্সে গ্রাজুয়েশন (অর্নাস) পাশ করতে হবে ৷ কম্পিউটার জানতে হবে – মাইক্রোসফট অফিস প্যাকেজ (MS WORD, MS EXCEL, MS POWER POINT) – এ দক্ষ হতে হবে ৷ এছাড়াও স্পেডশিট, ট্যালি (Tally) জানতে হবে ৷ সঙ্গে যেকোনো (সরকারি/বেসরকারী) প্রতিষ্ঠানে অন্তত তিন বছরের কাজের অভিঞ্জতা থাকা বাধ্যতামূলক ৷


অ্যাকাউন্টেন্ট পদে বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


অ্যাকাউন্টেন্ট পদে বেতন :- প্রতিমাসে 15,000 টাকা বেতন দেওয়া হবে ৷


অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৷


নিয়োগ পক্রিয়া :- অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে প্রথমে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে ৷ লিখিত পরীক্ষায় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল মেন্টাল এবিলিটি, ইংরেজি, গণিত এবং অ্যাকাউন্টৈন্সি ৷ এছাড়াও 40 নম্বরের কম্পিউটার টেস্ট, সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ ৷


[আরও পড়ুন :- 1647 টি শুন্যপদে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ]


দ্বিতীয় পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)


ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে শূন্যপদ :- 1 টি ৷


ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে শিক্ষাগত যোগ্যতা :- যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ হতে হবে ৷ কম্পিউটার জানতে হবে, প্রতি মিনিটে 30 টি শব্দ টাইপিং এর গতি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস প্যাকেজ (MS WORD, MS EXCEL, MS POWER POINT) – এ দক্ষ হতে হবে ৷ এছাড়াও যেকোনো (সরকারি/বেসরকারী) প্রতিষ্ঠানে অন্তত এক বছরের কাজের অভিঞ্জতা থাকা বাধ্যতামূলক ৷


ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে বয়সসীমা :- বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসেবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷


ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে বেতন :- প্রতিমাসে 11,000 টাকা বেতন দেওয়া হবে ৷


ডাটা এন্ট্রি অপারেটর (DEO) পদে নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ৷


নিয়োগ পক্রিয়া :- ডাটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে প্রথমে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে ৷ লিখিত পরীক্ষায় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ, জেনারেল মেন্টাল এবিলিটি, ইংরেজি, গণিত ৷ এবং 50 নম্বরের কম্পিউটার টেস্ট, সবশেষে 10 নম্বরের ইন্টারভিউ ৷


আরও পড়ুন :- West Bengal Govt Job Vacancy 2021: Latest WB Government Job Vacancy


আবেদন ফি :- শূন্য ৷


আবেদনের শেষ তারিখ :- আবেদন পত্র জমা দেওয়া যাবে 12 ফেব্রুয়ারি, 2021 বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ৷


আবেদন পদ্ধতি :- অফলাইনে-এর মাধ্যমে আবেদন করতে হবে ৷ অফিসিয়াল বিঞ্জপ্তি এবং আবেদন পত্র http://coochbehar.nic.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ৷ আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় সমস্ত নথিপত্র একটি মুখ বন্ধ খামে ভরতে হবে ৷ ওই খামের উপর লিখতে হবে, “Application for he Post Of……..”

যেই পদের জন্য আবেদন করবেন (Accountant/ Data Entry Operator).


আবেদন পাঠানোর ঠিকানা :- সরাসরি কোচবিহার জেলা শাসকের রূপশ্রী প্রকল্পের দপ্তরে গিয়ে অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে জমা দিতে হবে ৷


প্রয়োজনীয় নথিপত্র :- ভোটার কার্ড/ আধার কার্ড, সাম্প্রতিক তোলা দু”কপি পাসপোর্ট সাইজের ফোটো ৷ মাধ্যমিকের এডমিট কার্ড, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, এছাড়াও কম্পিউটার কোর্স এবং কর্ম অভিঞ্জতার সার্টিফিকেট ৷ এই সমস্ত নথিপত্রের জেরক্স কপি করে সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে ৷ এবং যেই দিন ইন্টারভিউ হবে সেই দিন সমস্ত আসল নথিপত্র  নিয়ে যেতে হবে ৷  


অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here

আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here



সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



ONLINE TATHYA বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top