মাধ্যমিক পাসে চাকরি: রাজ্যের পৌরসভায় মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাই স্বাস্থ্য কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করা হয়েছে ৷ আবেদনকারীরা পশ্চিমবঙ্গের যেকনো জেলা থেকে মহিলা পার্থীরা আবেদন করতে পারবেন ৷ নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত করেছে রাজ্যের বিভিন্ন মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে ৷ যে সকল পার্থীরা মিউনিসিপাল কর্পোরেশন– এ স্বাস্থ্য কর্মী হিসাবে কাজ করতে আগ্রহী তাদের জন্য রইল সম্পূর্ন আবেদন পক্রিয়া ৷ westbengal-municipality-health-worker-recruitment-2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 20/09/2021
আবেদনের শেষ তারিখ :- 26/10/2021
পদের নাম :- হেলথ ওয়ারর্কার (HHW) ৷
মোট শূন্যপদ :- 51 টি ৷
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে ৷ আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/বিধবা/বিবাহ বিচ্ছিন্না হতে হবে। (এই পদে অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন না)
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখের হিসেবে ৷
বেতন :- শুরুতে প্রতি মাসে 4,500 টাকা বেতন দেওয়া হবে ৷
আবেদন পদ্ধতি :- আগ্রহী পার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখবন্ধ খামে বর্ধমান মিউনিসিপাল কর্পোরেশনে জমা করতে হবে ৷ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 26/10/2021 বিকেল 4:30 পর্যন্ত ৷
নিয়োগের স্থান বর্ধমান মিউনিসিপালিটি । আবেদন কারীকে সংশিলিষ্ট মিউনিসিপাল এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন ফী :- শূন্য ।
আবেদনপত্রের সাথে যে সমস্ত নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হল :-
সমস্ত নথিপত্রের জেরক্স কপি Self Attested করে জমা করতে হবে।
1) বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের এডমিট কার্ড) ৷
2) ভোটার কার্ড/ আধার কার্ড/ রেশন কার্ড ৷
3) শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট ৷
4) ম্যারেজ সার্টিফিকেট ।
5) পাসপোর্ট মাপের রঙিন ফটো ৷
6) জাতিগত শংসাপত্র (প্রযজ্য হলে)।
7) স্বামীর মৃত্যু শংসা পত্র (প্রযজ্য হলে)।
8) বিবাহ বিছিন্না শংসাপত্র (প্রযজ্য হলে)।
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ–এর মাধ্যমে ৷
Official Notification |
|
Official Website |
|
Daily Job News |
“ONLINE TATHYA“বিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল।সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
I need this job