Reserve bank of india office attendant recruitment 2021: মাধ্যমিক পাশে Reserve bank of india তরফ থেকে 841 টি শূন্যপদে “Office Attendant” স্থায়ী পদে নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিতহয়েছে । এই পদেরজন্য ভারতীয় পুরুষ ও মহিলা উভয়ইপার্থী আবেদন করতে পারবেন।
ভারতবর্ষের বিভিন্ন শহরের অফিসে নিয়োগ করা হচ্ছে যেমন – আমেদাবাদ, বেঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডিগড়, চেন্নাই, গৌহাটি, হায়দ্রাবাদ, জম্মু, কানপুর, মুম্বাই, নাগপুর, নিউ দিল্লি, পাটনা, ত্রিভুবনন্তপুরম, এবং কলকাতা। পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে। আবেদনকারীরা অনলাইন এর মাধ্যমে আবেদনকরতে পারবেন– 15 March,2021পর্যন্ত। শিক্ষাগতযোগ্যতা, বয়স কি লাগবে, পরীক্ষারসিলেবাস, আবেদন ফী কত লাগবে, আবেদন কিভাবে করবেন– বিস্তারিত নীচে জানানো হলো। RECRUITMENT FOR THE POST OF OFFICE ATTENDANTS 2021
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 24/02/2021
আবেদনের শেষ তারিখ :- 15/03/2021
অনলাইন পরীক্ষার তারিখ :- April 09 & 10, 2021
মোট শূন্যপদ :- 841
পদের নাম :- Office Attendant
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাশ বা সমতুল্য হতে হবে । এই পদের জন্য শুধুমাত্র undergraduate পার্থীরা আবেদন করতে পারবেন 1/02/2021 এর মধ্যে ।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন ৷ বয়স হিসাব করতে হবে 01/02/2021 অনুযায়ী।
বেতন :- ₹ 10,940/- থেকে ₹ 26,508/- পর্যন্ত।
আবেদন পদ্ধতি :- সরাসরি অনলাইন এর মাধ্যমে www.rbi.org.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন এ আবেদন করা যাবে 15 মার্চ, 2021 পর্যন্ত।
আবেদন ফি :- GEN/OBC প্রার্থীদের অনলাইন আবেদন করার সময় আবেদন ফি বাবদ জমা দিতে হবে 450 টাকা। এবং SC/ST/PWD/ESM/EWS আবেদন ফি বাবদ জমা দিতে হবে 50 টাকা। অনলাইন এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।
পরীক্ষার সিলেবাস :- নীচে দেওয়া হল
পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র :- কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলী, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি, বেরহমপুর (মুর্শিদাবাদ)।
আবেদনের শেষ তারিখ :- 15/03/2021
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
আবেদন করুন :- Apply Now
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷