NYKS Volunteer Recruitment 2021: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক পাসে জেলার প্রতিটি ব্লক এলাকাই ভলেন্টিয়ার নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হইয়েছে। নিয়োগ করছে Nehru Yuva Kendra sangathan, যেটি হল কেন্দ্রিয় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এই পদের জন্য পুরুষ মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। প্রাথমিক ভাবে 1 বছরের চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। ইতি মধ্যেই অনলাইন এবং অফলাইনে আবেদন পক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করার জন্য কোনো আবেদন ফী লাগবেনা- বিস্তারিত নিচে দেওয়া হলো ।
মোট শূন্যপদ :- 13206 টি।
পদের নাম :– NYKS ভলেন্টিয়ার
শিক্ষাগত যোগ্যতা :- মাধ্যমিক পাস বা সমতুল।
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে বয়োস হিসাব করবেন 1 এপ্রিল,2021 তারিখ অনুযায়ী।
বেতন :- এই পদে 5000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :- অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন। www.nyks.nic.in ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন এ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে 20 ফেবুয়ারী, 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি :- শূন্য।
আবেদনের শেষ তারিখ :- 20 ফেবুয়ারী, 2021 তারিখ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি :- NYKS Volunteer পদে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে 25 ফেব্রুয়ারী থেকে 8ই মার্চ এর মধ্যে।
চাকরিতে যোগদান :- ইন্টারভিউ শেষ হবার এক সপ্তাহের মধ্যেই ফল প্রকাশিত হবে। ফলাফল প্রকাশিত হওয়ার 15 দিনের মধ্যেই সফল প্রার্থীরা কাজে যোগদান করবে।
অফিসিয়াল ওয়েবসাইট :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :- Click Here
আবেদন করুন :- Apply Now
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA“ বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷