Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

বন্ধন ব্যাংকে চাকরির আবেদন পদ্ধতি | Bandhan Bank Recruitment 2021 Apply online @bandhanbank.com

বন্ধন ব্যাংকের চাকরির খবর: ভারতীয় পুরুষ/মহিলা চাকরি পার্থী জন্য সুখবর, আজ আপনাদের জানাবো বন্ধন ব্যাংকে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন ৷ বন্ধন ব্যাংকে সারা বছরই কর্মী নিয়োগ করা হয় । বন্ধন ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক বন্ধন ব্যাংক– কর্মী নিয়োগের কোনো বিঞ্জপ্তি প্রকাশ করেনা। তাই এই ব্যাংকে চাকরি করার জন্য আপনারা  সরাসরি অনলাইন/অফলাইন এর মাধ্যমে বিনামূল্যে আবেদন করতে পারবেন ৷ 

যে সমস্ত পার্থী সিলেকশন হবে সেই সমস্ত পার্থীদের কল বা ই-মেইল করে জানিয়ে দেওয়া হয় ইন্টারভিউ-এর জন্য। আপনারা যারা বন্ধন ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক আছেন তারা বিস্তারিত জেনে নিয়ে আবেদন করতে পারেন-


পদের নাম :- বন্ধন ব্যাংক যে সমস্ত পদে কর্মী নিয়োগ করে সেগুলি নীচে দেওয়া হল-

1) Administration

2) Agri Business

3) Analytics/BIU/Corporate Strategy

4) Audit

5) Banking Operations & Customer Services

6) Branch Banking

7) Compliance

8) Corporate Salary

9) Corporate Services

10) Digital Banking

11) Finance & Accounts

12) Human Resources

13) IT

14) Legal/Vigilance

15) Marketing

16) Micro Banking

17) Others

18) Retail Assets

19) Risk

20) SME & MSME Banking

21) Trade Finance

22) Treasury

23) Wholesale Banking


বন্ধন ব্যাঙ্কের আবেদনের শিক্ষাগত যোগ্যতা :-  যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে অন্তত  মাধ্যমিক পাস করতে হবে। বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা লাগবে। 


বন্ধন ব্যাঙ্কের আবেদনের বয়সসীমা :- আবেদনকারীকে  অবশ্যই  ১৮ বছরের অধিক বয়সী  হতে হবে ।


বন্ধন ব্যাঙ্কের বেতন  :- প্রতিমাসে মোটামুটি 15,000/- টাকা থেকে বেতন শুরু হয়।


বন্ধন ব্যাঙ্কের আবেদন পদ্ধতি :- বন্ধন ব্যাঙ্কের আবেদন দুই ভাবে করা যায় অফলাইন/অনলাইন৷


বন্ধন ব্যাঙ্কে অফলাইন আবেদন পদ্ধতি :- অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হলে প্রার্থীকে তার নিকটবর্তী বন্ধন ব্যাঙ্কের শাখায় গিয়ে নিজের বায়োডাটা (CV) জমা করে আসতে হবে।


বন্ধন ব্যাংকে অনলাইন আবেদন পদ্ধতি :- 

1) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান৷

2) ক্লিক করুন “Career” অপশনে ৷ 

3) অফিসিয়াল বিঞ্জপ্তি পড়ুন এবং আবেদন করার জন্য যোগ্যতা কি লাগছে দেখুন ৷ যেই পদের জন্যে আবেদন করতে চাইছেন Eligibel হলে ৷

4) তার পর Apply অপশনে ক্লিক করুন ৷

5) এবার আপনার সমস্ত Details দিয়ে আবেদন করুন ৷ যেমন নাম, বয়স, মোবাইল নম্বর, ই-মেইল আই-ডি, Bio Data

6) সবশেষে Submit Application অপশনে ক্লিক করুন ৷


বন্ধন ব্যাংকে আবেদন ফী :- আবেদনকারীদের কোনো রকম আবেদন ফী লাগবে না৷


বন্ধন ব্যাংকে নিয়োগ পদ্ধতি :-

1) লিখিত পরীক্ষা

2) মেরিট লিষ্ট

3) ভেরিফিকেশন/সার্টিফিকেট

4) ইন্টারভিউ/GD


Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

 

ONLINETATHYAবিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

7 thoughts on “বন্ধন ব্যাংকে চাকরির আবেদন পদ্ধতি | Bandhan Bank Recruitment 2021 Apply online @bandhanbank.com”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top