Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

ত্রিপুরায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর-এ নিয়োগের বিজ্ঞপ্তি | NRHM Tripura Recruitment 2021

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর দ্বারা  মাল্টিপারপাস ওয়ার্কার পদে ছয় মাসের চুক্তিগত ভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নারী-পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কিভাবে ফরম জমা দেবেন, লাস্ট ডেট কবে, শিক্ষাগত যোগ্যতা, কোথায় জমা করতে হবে সমস্ত কিছু নিন্নে আলোচনা করা হলো। NRHM Tripura Recruitment 2021

বিজ্ঞপ্তি নম্বর :- F.1 (700-6)-b/FWPM/2021

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :-  28/05/2021

মোট শূন্যপদ :- 100  টি ( পুরুষ:-50 এবং মহিলা:-50)


1) পদের নাম :- Multi Purpose Worker (male)

শূন্যপদ :- 50টি (SC-9, ST-15, UR-26)

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।  প্রার্থীকে মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার হিসাবেই প্রশিক্ষিত হতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন- এ রেজিষ্টার হতে হবে।

বেতন :- 16,000 প্রতি মাসে।


2) পদের নাম :- Multi Purpose Worker (female)

শূন্য পদ :- 50টি (SC-8, ST-16, UR-26)

শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। প্রার্থীকে ANM বা মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার হিসাবে প্রশিক্ষিত হতে হবে। এবং প্রার্থীকে অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন- এ রেজিষ্টার হতে হবে।

বেতন :- 16,000 প্রতি মাসে।


যে সমস্ত ডকুমেন্টস গুলির প্রয়োজন হবে :- 

i) আধার কার্ড এর জেরক্স

ii) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট   এর জেরক্স

iii) জন্ম সার্টিফিকেট প্রুফ এর জেরক্স

iv)  জাতিগত প্রমাণ পত্রের জেরক্স

v) চিকিৎসা সংক্রান্ত যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এর জেরক্স।


আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে প্লেন পেপারে নিন্মলিখিতভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে।

i) Application for the post of    

ii) Name of the candidate in block letter

iii) Father’s /husband’s name

iv) Permanent address

v) Present address to which communication is to be made

vi) Contact number/ mail address

vii) Qualification

viii) Whether UR/ UR/SC/ ex-serviceman /PH

ix) Date of birth

x) Educational and other qualification

xi) Experience if any

xii) Employment exchange registration number

xiii) Nationality

xiv) Religion

Yours faithfully

(Name of the candidate)

* অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করার পর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট গুলির জেরক্স আপনাকে ফরমের ব্যাকসাইড এর দিকে সংযোগ করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- 

Directorate of Family Welfare and Preventine Medicine,- Gurkhabasti, Agartala, West Tripura.

অথবা

সমস্ত ডকুমেন্টস গুলিকে একটি পিডিএফ ফাইল এ তৈরি করে নিচের এই ইমেইল এড্রেসে পাঠাতে হবে :- [email protected] আবেদনের শেষ তারিখ 2/06/2021.

Official Website :- Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top