এইট পাশে এলাহাবাদ ব্যাঙ্কে গ্রুপ-ডি পদে স্থায়ী কর্মী নিয়োগ হচ্ছে, এইট পাশে আবেদন করুন

WB New Govt Job: পশ্চিমবঙ্গের চাকরি পার্থীদের জন্য সুখবর ৷ এলাহাবাদ ব্যাংকে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ নিয়োগ করা হবে এলাহাবাদ ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চে ৷ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পার্থী নিয়োগ করা হবে ৷ 

বিঞ্জপ্তি নম্বর :- PNB/Comalda/HRD/ADV/2/1

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 1/12/2021

আবেদনের শেষ তারিখ :- 15/12/2021

মোট শূন্যপদ :- 21  টি ৷

পদের নাম :- সুইপার (গ্রুপ-ডি) ৷


শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য ৷ 


বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 24 বছর মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 01/07/2021 তারিখের হিসাবে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বোচ্চ বয়স সীমায় ছাড় পাবেন ৷


বেতন :- এই পদের ক্ষেত্রে প্রতিমাসে বেতন দেওয়া হবে 14,500/- টাকা থেকে 28,145 টাকা পর্যন্ত ৷


আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ৷ আগ্রহী পার্থীরা দরকারি নথী, পাসপোর্ট মাপের ছবি সহ নিজের নাম, ঠিকানা ও উপযুক্ত মূল্য ডাকটিকিট লাগিয়ে তা খামে ভরে কেবলমাত্র রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ৷ হাতে করে বা সাধারণ ডাকে পাঠানো কোন দরখাস্ত গ্রাহ্য করা হবে না ৷


আবেদনপত্রের সঙ্গে তে সব ডকুমেন্টস লাগবে তা নীচে দেওয়া হল- 

1) স্কুল লিভিং সার্টিফিকেট ৷

2) ঠিকানা ও পরিচয় প্রমাণপত্র ৷

3) জেলার আবাসিকতার শংসাপত্র ৷

4) এমপ্লয়মেন্ট এক্সচে রেজিস্ট্রেশন কার্ড ৷ (যদি রেজিস্ট্রেশন থাকে)

5) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ৷


নির্বাচন পদ্ধতি :- শিক্ষার মান ও বয়সের উপর নির্ভর করে পার্থী নির্বাচন করা হবে ৷


নিয়োগের স্থান :-  মালদা সার্কেল-এর অন্তর্গত মালদা, উত্তরদিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় এই কর্মী নিয়োগ করা হবে ৷


আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- ডেপুটি সার্কেল হেড-সাপোর্ট (চিপ ম্যানেজার), এইচ আর ডি ডিপার্টমেন্টে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস মালদা, নজরুল সরনী, ইংলিশবাজার থানার কাছে, ২য় তল, মালদা- ৭৩২১০১


আবেদন করার শেষ তারিখ :- ১৫/১৩/২০২১ বিকেল ৫ টা পর্যন্ত ৷

অফিসায়ল ওয়েবসাইট :- Click Here

বিঞ্জপ্তি ডাউনলোড করুন :- Click Here

ONLINE TATHYAবিশ্বস্ত চাকরির খবরের ওয়েবপোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top