Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

6506 শূন্যপদে SSC CGL বিঞ্জপ্তি প্রকাশিত হল, কেন্দীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ

6506 শূন্যপদে SSC CGL বিঞ্জপ্তি প্রকাশিত হল, কেন্দীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ 

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফ থেকে নতুন নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করা হয়েছে ৷ যেখানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ-বি ও গ্রুপ-সি পদে কর্মী নিয়োগ করা হবে ৷ নিয়োগ করা হবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL)  পরীক্ষার মাধ্যমে ৷ এই পদ গুলিতে যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবে ৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল কলকাতা (4410), শিলিগুড়ি (4415), হুগলি (4418) শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে ৷ www.ssc.nic.in এই ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন ৷ SSC CGL Recruitment 2020-2021

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 29/12/2020

বিঞ্জপ্তি নম্বর :- 3/4/2020-P&P-I

আবেদনের শেষ তারিখ :- 31/01/2021

মোট শূন্যপদ :- 6506 টি 

মোট পাঁচটি গ্রুপে কর্মী নিয়োগ করা হবে ৷ প্রতিটি গ্রুপে আলাদা আলাদা বেতন দেওয়া হবে ৷ এছাড়াও বিভিন্ন পদের ক্ষেত্রে আলাদা আলাদা বয়স লাগবে ৷ বিস্তারিত নিচে দেওয় হল ৷


পদের নাম :- 

গ্রুপ-১ :

1)অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার (Indian Audit & ccounts partment under CG&AG)


2)অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার (Indian Audit & Accounts Department under C&AG)


বেতন :- প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে 47,600/- থেকে 1,51,100/- টাকা পর্যন্ত ৷


গ্রুপ-২ :

3)অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (Central Secretariat Service)

4)অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (Intelligence Bureau)

5)অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (Ministry of Railway)

6)অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (Ministry of External Affairs)

7)অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (AFHQ)

8)অ্যাসিস্ট্যান্ট (Other Ministries/ Departments/ Organizations)

9)অ্যাসিস্ট্যান্ট (Other Ministries/ Departments/ Organizations)

10)অ্যাসিস্ট্যান্ট (Other Ministries/ Departments/ Organizations)

11)ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স (CBDT)

12)ইন্সপেক্টর সেন্ট্রাল এক্সাইজ (CBIC)

13)ইন্সপেক্টর প্রিভেন্টিভ অফিসার (CBIC)

14)ইন্সপেক্টর এক্সামিনার (CBIC)

15)অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার (Directorate of Enforcement, Department of Revenue)

16)সাব ইন্সপেক্টর (Central Bureau of Investigation)

17)ইন্সপেক্টর পোস্ট (Department of Post)

18)ইন্সপেক্টর (Central Bureau of Narcotics)


বেতন :- প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে 44,900/- থেকে 1,42,400/- টাকা পর্যন্ত ৷


গ্রুপ-৩ :

19)অ্যাসিস্ট্যান্ট (Other Ministries/Departments /Organizations)

20)অ্যাসিস্ট্যান্ট/সুপারিনটেনডেন্ট (Other Ministries /Departments /Organizations)

21)ডিভিশনাল একাউন্টেন্ট (Offices under C&AG)

22)সাব ইন্সপেক্টর (National Investigation Agency)(NIA)

23)জুনিয়ার স্ট্যাটিস্টিকাল অফিসার (M/o Statistics &Programme Implementation)


বেতন :- প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে 35,400/- থেকে 1,12,400/- টাকা পর্যন্ত ৷


গ্রুপ-৪ :

24)অডিটর (Offices under C&AG)

25)অডিটর (Other Ministry/Departments)

26)অডিটর (Offices under CGDA)

27)একাউন্টেন্ট (Offices under 

C&AG)

28)একাউন্টেন্ট/জুনিয়ার একাউন্টেন্ট (Other Ministry/Departments)


বেতন :- প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে 29,200/- থেকে 92,300/- টাকা পর্যন্ত ৷


গ্রুপ-৫ :

29)সিনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট/আপার ডিভিশন ক্লার্ক (Central Govt. Offices/Ministries other than CSCS cadres)

30)ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBDT)

31)ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (CBIC)

32)সাব ইন্সপেক্টর (Central Bureau of Narcotics)


বেতন :- প্রতি মাসে মূল বেতন দেওয়া হবে 25,500/- থেকে 81,100/- টাকা পর্যন্ত ৷


শিক্ষাগত যোগ্যতা :- প্রায়  সব গুলি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্রাজুয়েশন পাশ ৷ শুধুমাত্র 



বয়সসীমা :- গ্রুপ-১,গ্রুপ-২,গ্রুপ-৩, পদ গুলির ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং গ্রুপ-৪,গ্রুপ-৫, পদ গুলির ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে ৷ সব গুলি পদের ক্ষেত্রে বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2021 তারিখের হিসাবে ‌৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা সর্বচ্চ বয়সীমায় ছাড় পাবেন ৷


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে ৷ আবেদন করার জন্য www.ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন ‌৷ যে সকল পার্থীদের আগে SSC ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা আছে, তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবেনা ৷ আগের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সরাসরি SSC ওয়েবসাইটে লগইন করে আবেদন করা যাবে ৷ নতুন পার্থীদের প্রথমে SSC ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে তার পর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সরাসরি SSC ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে পারবেন ৷ আবেদন করা যাবে 31 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত ৷


আবেদন ফি :- আবেদন ফি 100/- টাকা ৷ শুধুমাত্র SC/ST/PWD/EX-SERVICEMAN/মহিলা পার্থীদের কোন আবেদন ফি লাগবে না ৷ আবেদন ফি অনলাইন অথবা ব্যাংক চালানের মাধ্যমে জমা দেওয়া যাবে ৷ অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি, 2021 তারিখ পর্যন্ত ৷


আবেদনের শেষ তারিখ :- 31 জানুয়ারি, 2021 তারিখ পর্যন্ত ৷


পরীক্ষা কেন্দ্র :- পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র গুলি হল কলকাতা(4410), শিলিগুড়ি(4415), হুগলি(4418) শহরে পরীক্ষা কেন্দ্র রয়েছে ৷


নিয়োগ পদ্ধতি :- মোট চারটি ধাপে নিয়োগ করা হবে ৷ 

Tier-1:- কম্পিউটার বেসড এক্সামিনেশন ৷ 

Tier-2:- কম্পিউটার বেসড এক্সামিনেশন

Tier-3:- পেন  এবং পেপার মোড ( ডেসক্রিপটিভ পেপার)

Tier-4:- কম্পিউটার প্রফিসিএন্সি টেস্ট / ডাটা এন্ট্রি স্কিল টেস্ট ৷


শারীরিক যোগ্যতা :- শুধুমাত্র বিভিন্ন দপ্তরের ইন্সপেক্টর ও সাবইন্সপেক্টর পদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা প্রোয়োজন হবে ৷ বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তির শেষ পেজে পাবেন ৷


অফিসিয়াল বিঞ্জপ্তি ডাউনলোড করুন :- 

রেজিস্ট্রেশন করুন :- 

লগইন করুন :- 

অফিসিয়াল ওয়েবসাইট:- 

সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top