5,000 শূন্যপদে স্টেট ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া 5 হাজার শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশ করেছে ৷ যথাযথ যোগ্যতাই ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন ৷ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের স্টেট ব্যাংকের শাখা গুলিতে এই কর্মী নিয়োগ করা হবে ৷ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কনো জেলা থেকে পুরুষ মহিলা পার্থী আবেদন করতে পারবেন ৷ এই পোষ্টে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শূন্যপদ নিয়ে আলোচনা করা হবে ৷ পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি ভাষা জেনে থাকতে হবে ৷ বিস্তারিত নিচে দেওয়া হল-
বিঞ্জপ্তি নম্বর :- CRPD/CR/2021-22/09
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 27/04/2021
আবেদনের শেষ তারিখ :- 17/5/2021
মোট শূন্যপদ :- 5,000 টি ৷
পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ :- 273 টি ৷
পদের নাম :- জুনিয়ার অ্যাসোসিয়েটস (কাস্টোমার সাপোর্ট এন্ড সেলস) ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল হতে হবে ৷ 16 আগষ্ট,2021 তারিখের মধ্যে গ্রাজুয়েশন পাস সম্পূর্ণ হয়ে থাকতে হবে ৷ বিস্তারিত অফিসিয়াল বিঞ্জপ্তিতে পাবেন ৷
বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 1 এপ্রিল, 2021 তারিখ অনুযায়ী ৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- শুরুতে প্রতিমাসে 19,900/- টাকা বেতন দেওয়া হবে সঙ্গে অনন্য ভাতা ৷
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে www.sbi.co.in/careers এই ওয়েবসাইটে গিয়ে ৷ অনলাইনে আবেদন করা যাবে 17 মে, 1021 তারিখ পর্যন্ত ৷
আবেদন ফি :- UR/OBC/EWS শ্রেণীভূক্ত পার্থীদের 750/- টাকা আবেদন ফি জমা দিতে হবে ৷ SC/ST/PWD/XS/DXC দের আবেদন ফি জমা দিতে হবে না ৷ আবেদন ফি জমা দেওয়া যাবে Debit Card/Credit Card/Net Banking – এর মাধ্যমে ৷
প্রার্থী বাছাই পদ্ধতি :- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে ৷
পরীক্ষা কেন্দ্র :- পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দূর্গাপূর,হুগলি,কল্যাণী তে পরীক্ষা কেন্দ্র রয়েছে।
আবেদন করার আগে অফিসিয়াল বিঞ্জপ্তি অবশ্যই জেনে বুঝে আবেদন করবেন ৷
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
Aply for SBI job