সর্বমোট ১ লক্ষ্য শুন্য পদে নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ, পোস্ট ম্যান , এমটিএস, বিভাগে নিয়োগ ।

 সর্বমোট ১ লক্ষ্য শুন্য পদে নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ, পোস্ট ম্যান , এমটিএস, বিভাগে নিয়োগ ।

ভারতীয় ডাক বিভাগে প্রায় ১ লক্ষ্য শূন্যপদে নিয়োগ হতে চলেছে । নিয়োগ করবে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট । পোস্ট ম্যান ,মেইল গার্ড ,মাল্টি টাস্কিং স্টাফ ,পোস্টাল এসিস্টেন্ট বা সর্টিং ছাড়াও আরো একাধিক পদে নিয়োগ করা হচ্ছে . শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পশে আবেদন করতে পারবেন ।

2023 সালে অবসর ও পদোন্নতির কারণে প্রায় লক্ষাধিক শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে কেন্দ্র । 2022 ও 2023 সালে বহু কর্মীর অবসর মিলিয়ে শূন্যপদ বেড়ে হয়েছে 97 হাজার এর ও বেশি । 15 জুলাই ডাক বিভাগের ডিরেক্টর (এস পি এন ) সত্যনারায়ণ দাস দেশের সমস্ত পোস্টাল সার্কলে চিঠি পাঠিয়েছেন ।সেই চিঠি তে জানানো হয়েছে সরকার ডাক বিভাগের সমস্ত শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ।

97 হাজার শূন্যপদের মধ্যে মাল্টিটাস্কিং স্টাফ,পোস্টম্যান ,মেইল গার্ড ,পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট এর মতো বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে ভারতীয় ডাক বিভাগ ।শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে মাল্টি টাস্কিং স্টাফ ,পোস্ট ম্যান ,মেইল গার্ড এই সমস্ত পদে আবেদন করতে পারবেন এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস লাগবে। তবে এখনো এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি খুব তাড়াতাড়ি এই বিজ্ঞপ্তি প্রকাশ পেতে চলেছে । বিজ্ঞপ্তি প্রকাশ পেলে ,কোন পদের জন্য কত শুন্যপদ ,কিভাবে আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন। বিজ্ঞপ্তি সবার আগে দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে www.onlinetathya.com এই অফিসিয়াল ওয়েবসাইট এ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top