রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলবে ৮ই জুলাই পর্যন্ত।

চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর আনল রাজ্যের স্বাস্থ্য দফতর। আবার রাজ্যের স্বাস্থ্য দফতরে গ্রুপ সি পদে নিয়োগ। রাজ্যের যেকোন জেলার পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। 

শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি ছাড়াও সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নীচে দেওয়া হল….


বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- ২৯ জুন ২০২২

বিঞ্জপ্তি নম্বর :- CM-MSD/DH&FWS/2022/4698

আবেদনের শেষ তারিখ :- ৮ জুলাই ২০২২ পর্যন্ত 


১)পদের নাম :- লাইব্রেরি টেকনিশিয়ান ৷

মোট শূন্যপদ :- ১৬ টি (UR-10,ST-2,SC-3)

শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে যেকোন শাখায় বিঞ্জান বিষয়ে ৷ সঙ্গে ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকতে হবে ৷ এবং সংশ্লিষ্ট দপ্তরে ২বছরের কাজের অভিঞ্জতা থাকতে হবে ৷

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী

বেতন:- প্রতিমাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:- কম্পিউটার টেষ্ট ও ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে। 


২)পদের নাম :- ব্লক ডাটা ম্যানেজার। 

মোট শূন্যপদ :- ৮টি (UR-5,SC-1,ST-2)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোন শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে,১ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকতে হবে এবং এই কাজে সরকারি দপ্তরে ৩ বছর বা বেসরকারি দপ্তরে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ এর মধ্যে হতে হবে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী।

বেতন :- প্রতিমাসে বেতন দেওয়া হবে ২২ হাজার টাকা।

নিয়োগ পদ্ধতি :- কম্পিউটার টেষ্ট ও ইন্টারভিউ এর ভিত্তিতে নিয়োগ করা হবে। 


আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনে। আবেদন পত্রে পূরণ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখ বন্ধ খামের মাধ্যমে পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়।এবং খামের উপর লিখতে হবে Application for the post of………..(পদের নাম)

আবেদন পাঠানোর ঠিকানা :- District Health and Family Welfare Samity & Office of the Chif Medical Officer of Health, Murshidabad.

আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস লাগবে :- 

ক) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 

খ) আধার কার্ড/ভোটার কার্ড 

গ) বয়সের প্রমাণপত্র

ঘ) অভিজ্ঞতার সার্টিফিকেট 

ঙ) কাস্ট সার্টিফিকেট 

চ) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনের শেষ তারিখ :- ৮ ই জুলাই ২০২২ এর মধ্যে

অফিসিয়াল ওয়েবসাইট :-  Click Here

বিস্তারিত জানুন :-  Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top
Online Tathya | Best Digital Marketing Training Institute in India
Online Tathya | Best Digital Marketing Training Institute in India
Online Tathya - Leading Digital Marketing Training Institute

আমি Facebook Ads Expert হওয়ার জন্য তৈরি →

আমি Graphic Designer হওয়ার জন্য তৈরি →

Online Tathya | Best Digital Marketing Training Institute in India

আমি Web Developer হওয়ার জন্য তৈরি →

Online Tathya | Best Digital Marketing Training Institute in India

আমি Youtube চ্যালেঞ্জে অংশ নিতে তৈরি  →