কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এ নিয়োগ হচ্ছে তাড়াতাড়ি আবেদন করুন | kmcgov.in New Job Vacancy 2021

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে চাকরির খবর: কলকাতার NUHM দ্বারা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। কলকাতার আরবান প্রাথমিক স্বাস্থ্য দপ্তরে। নিয়োগ করা হবে, শুধুমাত্র walk-in ইন্টারভিউ – এর মাধ্যমে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন।

আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, বয়সসীমা কত, আবেদনের শেষ তারিখ সমস্ত কিছু নিচে দেওয়া হলো।

বিঞ্জপ্তি নম্বর:- 02/Kolkata City NUHMSociety/2021-22

আবেদনপত্র জমা দেওয়া শুরু :- 12.05.2021

আবেদনের শেষ তারিখ :- 13.05.2021


পদের নাম :- Stuff Nurse (স্টাফ নার্স)


মোট শূন্যপদ :- 205 টি।

Unreserved – 72 টি শূন্যপদ,

Unreserved ( Person with Disabilities ) – 9 টি শূন্যপদ,

Unreserved ( Meritorious Sports person) – 6 টি শূন্যপদ,

SC – 61 টি শূন্যপদ,

ST – 18 টি শূন্যপদ,

OBC-A – 28 টি শূন্যপদ,

OBC-B – 11 টি শূন্যপদ।

শিক্ষাগত যোগ্যতা :- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা পরিচিত প্রতিষ্ঠান থেকে GNM কোর্স পাশ করে থাকতে হবে অথবা আবেদনকারীকে B.SC নার্সিং কোর্স পাশ করে থাকতে হবে। এছাড়া আবেদনকারীকে বাংলায় কথা বলার দক্ষতা থাকতে হবে।


বয়সসীমা :- আবেদনকারীকে 01/05/2021 এর আগে অবশ্যই 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়মানুযায়ী, সংরক্ষিত শ্রেণীর মানুষেরা বয়সসীমার ক্ষেত্রে ছাড় পাবেন।


বেতন:- প্রতি মাসে 25,000 বেতন দেওয়া হবে।


নিয়োগ প্রক্রিয়া :-  পাশ করা কোর্স এ অবশ্যই 40% মার্কস থাকতে হবে এবং ইন্টারভিউ রাউন্ড এ 60 পেতে হবে। সর্বমোট 100 নম্বর এ যে যেরকম ভাবে পারফর্ম করবে, সে সেই রকম মার্কস পাবে এবং নম্বর বেশি হলে মেধাতালিকায় নাম প্রথমের দিকে থাকবে।


আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে তার আবেদনপত্র একটি sealed envelop বা মুখবন্ধ খামে “Kolkata City NUHM Society” – এর নির্দিষ্ট ঠিকানায় ড্রপবক্স – এ গিয়ে জমা দিতে হবে –  12/05/2021 তারিখ 11:30am – 4:00 pm এবং 13/05/2021তারিখ 11:30am – 4:00 pm এর মধ্যে।

13/05/2021 তারিখ 4:00 pm এর পর কুরিয়ার/পোস্ট/ড্রপ বক্স এর  কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না।


আবেদনের শেষ তারিখ :- 13/05/2021 , বৈকাল 4টে পর্যন্ত।


আবেদন পাঠানোর ঠিকানা :- “Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society” CMO Bldg, 5, S.N. Banerjee Road, Kolkata-70013,

room no 254, 2nd floor of CMO Bldg.


ডকুমেন্টস জমা দেবার পর যদি আবেদনকারী উপযুক্ত হয়, তাহলে তাদের নাম এবং ইন্টারভিউ এর তারিখ ও সময় অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।


আবেদন পত্রের সঙ্গে যেসব ডকুমেন্টস  লাগবে :- বয়সের প্রমাণপত্র ( মাধ্যমিক অ্যাডমিট) এর জেরক্স , সমস্ত রকমের মার্কশিট এবং সার্টিফিকেট এর জেরক্স ( GNM Nursing / B.SC Nursing , Madhyamik) এর জেরক্স,  ভোটার কার্ড / আধার কার্ড এর জেরক্স , অরিজিনাল অ্যাপ্লিকেশন a nijer পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার করতে হবে, West Bengal Nursing Council Registration Certificate এর জেরক্স। ( এক্ষেত্রে প্রভিশনাল চলতে পারে)।

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

 “ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top