আর্মি পাবলিক স্কুলে কলকাতায় একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী পদে নিয়োগ করছে @Army Public School Job In Kolkata 2021

চাকরির খবর পশ্চিমবঙ্গ ২০২১: কলকাতার আর্মি পাবলিক স্কুলে একাধিক শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।এই পদের জন্য পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।অফলাইন এর মাধ্যমে আবেদন করা যাবে, তা জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাপারে বিস্তারিত নিচে দেওয়া হলArmy Public School Job In Kolkata 2021

 

Army%2BPublic%2BSchool%2BJob%2BIn%2BKolkata%2B2021

আবেদন শুরু :- 14/03/2021

আবেদনের শেষ তারিখ :- 24/03/2021


মোট শূন্যপদ :- ৮ টি।

) ইংরাজি শিক্ষক

) হিন্দি শিক্ষক

) প্রাইমারি শিক্ষক (সব বিষয়)

) প্রাইমারি শিক্ষক (বিশেষ শিক্ষা)

) কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান (অশিক্ষক কর্মী)

 

শিক্ষাগত যোগ্যতা :-

 ) ইংরাজি শিক্ষক :- আবেদনকারীকে বিএড সহ প্রশিক্ষিত গ্র্যাজুয়েট হতে হবে। এডব্লুইএস স্কোর কার্ডের প্রতি বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

) হিন্দি শিক্ষক :- আবেদনকারীকে বিএড সহ প্রশিক্ষিত গ্র্যাজুয়েট হতে হবে। এডব্লুইএস স্কোর কার্ডের প্রতি বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

) প্রাইমারি শিক্ষক (সব বিষয়) :- আবেদনকারীকে  বিএড সহ প্রশিক্ষিত গ্র্যাজুয়েট হতে হবে। এডব্লুইএস স্কোর কার্ডের প্রতি বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।

) প্রাইমারি শিক্ষক (বিশেষ শিক্ষা) :- আবেদনকারীকে স্পেশাল এডুকেশনে বিএড বা স্পেশাল এডুকেশনে এক বছরের ডিপ্লোমা সহ বিএড হতে হবে।

) কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান :- আবেদনকারীকে 10+2 পাস এবং কম্পিউটার সায়েন্সে এক বছরের ডিপ্লোমা হতে হবে।

 

প্রার্থী বাছাই পদ্ধতি :-

) ইন্টারভিউ

) ডকুমেন্টস ভেরিফিকেশ

আবেদনের পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্টআউট করে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করে সাথে সমস্ত নথি পত্র পূরণ করে নিদিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবদেন পত্রের লিংক নিচে দেওয়া হলো


আবেদনের ফি :- ১০০ টাকা লাগবে।

 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- সঠিক ভাবে  আবেদন পত্র পূরণ করে Army Public School Kolkata, Ballygunge Maidan Camp, Ballygunge Circular Road, Kolkata – 700019 এই ঠিকানায় নির্দিষ্ট সময়ই এর মধ্যে পাঠাতে হবে।


আবেদনপত্র ডাউনলোড করুন :-

DOWNLOAD


অফিসিয়ালওয়েবসাইট :-

CLICK%2BHERE



সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন 


join our telegram channel

ONLINE TATHYA বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷


Leave a Comment