রেলওয়ে বিভাগে যারা যেতে চান তাদের জন্য দারুন একটি সুখবর। এবার ভারত সরকারের “মিনিস্ট্রি অফ ওয়েস্টার্ন রেলওয়ে” বিভাগ এর তরফ থেকে নিয়োগের ঘোষণা করা হয়েছে। ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে আবেদন করা যেতে পারে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারে। আবেদন করার শেষ তারিখ, নিয়োগ পদ্ধতি, আবেদন শুরুর তারিখ, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, কিভাবে ফর্ম ফিলাপ করবেন, কিভাবে ফর্ম জমা দেবেন সবকিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হল। আগ্রহী প্রার্থীরা অবশ্যই বিজ্ঞপ্তিটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।
• বিজ্ঞপ্তি নম্বর :- RRC/WR/01/2021
• বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :- 18/05/2021
• মোট শূন্যপদ :- 8,373 টি।
• অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া তারিখ এবং সময় :- 25/05/2021, 11.00 টা থেকে।
• অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং সময় :- 24/06/2021, 17.00 টা থেকে।
পদের নাম :-
1 Fitter
2 Welder (G&E)
3 Turner
4 Machinist
5 Carpenter
6 Painter (General)
7 Mechanic (DSL)
8 Mechanic (Motor Vehicle)
9 Computer Operator and Programming Assistant
10 Electrician
11 Electronics Mechanic
12 Wireman
13 Refrigeration & AC Mechanic
14 Pipe Fitter
15 Plumber
16 Draftsman (Civil)
17 Stenographer (English)
• শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর পেয়ে পাশ করতে হবে।
• প্রযুক্তিগত যোগ্যতা :- প্রার্থীকে ITI করে থাকতে হবে।
• বয়সসীমা :- আবেদনকারীকে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে 24/06/2021 এর আগে।
এছাড়া SC/ST প্রার্থীরা 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর এবং p.w.d. প্রার্থীরা 10 বছরের অতিরিক্ত ছাড় পাবেন।
• আবেদন পদ্ধতি :- আবেদনকারীকে অবশ্যই ওয়েস্টার্ন রেলওয় এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.rrc-wr.com -এ গিয়ে সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে পড়ে নেওয়ার পর ধাপে ধাপে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে।
• আবেদন মূল্য :- 100 টাকা এবং SC/ST/PWD/মহিলাদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না।
• নির্বাচন পদ্ধতি :- আবেদনকারীর প্রাপ্ত উচ্চমাধ্যমিক এবং আইটিআই এর নম্বরের গড় এর ভিত্তিতে প্রার্থীকে নিয়োগ করা হবে।
• যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে :- অফিশিয়াল ওয়েবসাইট এ যাবার পর ফরম ফিলাপ করার সময় যে সমস্ত ডকুমেন্টস গুলি প্রার্থীকে আপলোড করতে হবে-
i) মাধ্যমিক মার্কশীট,
ii) জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড,
iii) আইটিআই সার্টিফিকেট
iv) কাস্ট সার্টিফিকেট
v) দুটি পাসপোর্ট সাইজ ফটো
আবেদনকারীকে সমস্ত ডকুমেন্টস 20 থেকে 70 KB এর মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে। বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন টি পড়ুন।
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷