চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে ফিনান্সিয়াল কোম্পানি তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি কর্মী নিয়োগ করা হচ্ছে ভারত ফিনান্সিয়াল ইনক্লুশন লিমিটেড এ । প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন রাজ্যের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কোম্পানির প্রধান শাখার অধীনে।
পদের নাম:- ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনী
যোগ্যতা :- চাকরি প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাস্ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বয়স :- প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
বেতন :- প্রতিমাসে ১১০০০ টাকা + ইনসেনটিভ + গাড়ির তেল খরচ পাবেন।
আপনাদের অবশ্যই বাইক /স্ক্যুটি থাকতে হবে।
এছাড়াও কিকি সুবিধা পাবেন: কোম্পানির তরফ থেকে আপনাদের লাইফ ইনসুয়ারেন্স, এছাড়াও হেলথ ইনসুয়ারেন্স করে দেওয়া হবে আপনার এবং আপনার ফ্যামিলির জন্য।
আবেদন এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
১) সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট ,
২)আধার কার্ড ,
৩)প্যান কার্ড ,
৪)ড্রাইভিং লাইসেন্স লাগবে।
আবেদন শুরু :- আবেদন করতে পারবেন ২২ আগস্ট ২০২২ থেকে।
আবেদন শেষ :- ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
ঠিকানা :- Bharat Financial Inclusion Limited,AE-647, Salt Lake City ,Sector-1,Near AE Market, Kolkata.
কিভাবে আবেদন করবেন : এখানে আবেদন করার জন্য ফোন করতে হবে নিচের যেকোনো একটি নম্বর এ।
ফোন করবেন সকাল ৯ তা থেকে বিকাল ৩ টের মধ্যে।
রিমা দাস (HR) –৯১৫৪৮৯৮৩১৭
সুদীপা সিনহা (HR) –৬৩০৩৭৩০৩০১
সপ্তর্ষি সরকার (HR) –৬৩০৩৭৩০১০৩
সন্দীপ দাস (HR) –৭৬৭০৮০৪৯৩৫
Official Website Link :- click Here