Online Tathya: Best Digital Marketing Training Agency & Institute in Kolkata, West Bengal

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি হসপিটালে কর্মী নিয়োগ। বেতন প্রতিমাসে ১৮ হাজার। WB Health Recruitment

রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কলকাতা স্কুল অফ ট্রপিকাল এ ল্যাবরেটরি টেকনিসিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি লাগবে ,বয়স , বেতন সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য রইলো এই প্রতিবেদনে।  

কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি হসপিটালে কর্মী নিয়োগ। বেতন প্রতিমাসে ১৮ হাজার। WB Health Recruitment

বিজ্ঞপ্তি নম্বর – STM/DT/01/017/2023

পদের নাম- ল্যাবরেটরি টেকনিশান 

যোগ্যতা- যেকোনো UGC অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ % নম্বর নিয়ে লাইফ সাইন্স এ M.SC করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এই ফিল্ড এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স – আবেদন কারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন বয়সের ছাড় পায়ে তেমন ই পাবে। 

বেতন –প্রতিমাসে ১৮ হাজার টাকা। 

শূন্যপদ- ১টি। 

আবেদন পদ্ধতি –ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে কোনো জায়গায় আবেদন করতে হবে না। ইন্টারভিউ এর দিন বায়োডাটা , বয়সের প্রমান পত্র ,শিক্ষা গত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে। 

ইন্টারভিউ স্থান –

GLT

1st Floor ,

Calcutta School of Tropical Medicine

ইন্টারভিউ এর তারিখ ও সময় – ২রা ফেব্রুয়ারী ,২০২৩ (সকাল ১১ টা )

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top