রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। কলকাতা স্কুল অফ ট্রপিকাল এ ল্যাবরেটরি টেকনিসিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সম্পূর্ণ ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ।পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি লাগবে ,বয়স , বেতন সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য রইলো এই প্রতিবেদনে।
কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি হসপিটালে কর্মী নিয়োগ। বেতন প্রতিমাসে ১৮ হাজার। WB Health Recruitment
বিজ্ঞপ্তি নম্বর – STM/DT/01/017/2023
পদের নাম- ল্যাবরেটরি টেকনিশান
যোগ্যতা- যেকোনো UGC অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৫ % নম্বর নিয়ে লাইফ সাইন্স এ M.SC করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও এই ফিল্ড এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স – আবেদন কারীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন বয়সের ছাড় পায়ে তেমন ই পাবে।
বেতন –প্রতিমাসে ১৮ হাজার টাকা।
শূন্যপদ- ১টি।
আবেদন পদ্ধতি –ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে কোনো জায়গায় আবেদন করতে হবে না। ইন্টারভিউ এর দিন বায়োডাটা , বয়সের প্রমান পত্র ,শিক্ষা গত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে।
ইন্টারভিউ স্থান –
GLT
1st Floor ,
Calcutta School of Tropical Medicine
ইন্টারভিউ এর তারিখ ও সময় – ২রা ফেব্রুয়ারী ,২০২৩ (সকাল ১১ টা )