WB Health Job 2021: মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

মাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ


WB Health Job 2021: রাজ্যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে মাধ্যমিক পাশে মেদিনীপুর মেডিক্যালে কলেজ হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ  করা হয়েছে। কোনোরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে।

 

বিঞ্জপ্তিনম্বর :- MMC /23

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 05/01/2021

ইন্টারভিউ-এর তারিখ :- 13/01/2021

 

পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (For Covid 19 Testing Laboratory)


শিক্ষাগত যোগ্যতা :- প্রার্থীকে  অন্তত মাধ্যমিক পাস হতে হবে সঙ্গে ডাটা ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপলিকেশন বিষয়ে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স পাস হতে হবে ।


বেতন :- প্রতি মাসে ১৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে ।


অভিজ্ঞতা :- যেকোনো সরকারি প্রতিষ্ঠানে অন্তত ৬ মাসের অভিজ্ঞতা থাকতে হবে ।


[ আরও পড়ুন :-  এইট পাশে গ্রুপ ডি পদে স্থায়ী চাকরি ]


আবেদন পদ্ধতি :- ইন্টারভিউ -এর দিন সরাসরি মেদিনীপুর  মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত নথিপত্র নিয়ে উপস্তিত হতে হবে ।


ইন্টারভিউ -এর ঠিকানা :- Medinipur Medical College, Paschim Mednipur, Pin-721101


নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউ –এর মাধ্যমে।

Academic marks- 15

Experience- 5

Viva Voice- 10

অফিসিয়াল বিজ্ঞপ্তি টি ভালো করে পরে তবেই  ইন্টারভিউ দিতে যাবেন।

আবেদনপত্র ডাউনলোড করুন :- 


অফিসিয়াল ওয়েবসাইট :- 


[ আরও পড়ুন – রাজ্যে খাদ্য ভবনে (WBSWC) নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে


সমস্ত আপডেট পেতে এখনই  আমাদের টেলিগ্রাম চ্যানেল  Join হন  



“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top