WB Govt Group-D Job: এইট পাশে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নাইট গার্ড ও গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে ৷
রাজ্যে অষ্টম শ্রেণি পাশে গ্রুপ-ডি ও নাইট গার্ড পদে কর্মী নিয়োগের বিঞ্জপ্তি প্রকাশিত হয়েছে ৷ নিয়োগ করা হচ্ছে উত্তর 24 পরগনা জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তরে ৷ এই পদের জন্য পশ্চিমবঙ্গের যে কনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন ৷
বিঞ্জপ্তি নম্বর :- 990/SW(DIV)
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- 24/12/2020
আবেদনের শেষ তারিখ :- 12/01/2021
মোট শূন্যপদ :- 3 টি
1.পদের নাম :- অর্ডারলিজ (গ্রুপ-ডি)
মোট শূন্যপদ :- 2 টি (UR-1 টি, SC-1 টি)
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- প্রতি মাসে 7,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
2.পদের নাম :- নাইট গার্ড (গ্রুপ-ডি) ৷
শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে অষ্টম শ্রেণি পাশ হতে হবে ৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পার্থীরাও আবেদন যোগ্য ৷
বয়সসীমা :- পার্থীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে ৷ সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির পার্থীরা বয়সে ছাড় পাবেন ৷
বেতন :- প্রতি মাসে 7,000/- টাকা বেতন দেওয়া হবে ৷
[ আরও পড়ুন :- প্রাইভেট চাকরি পাওয়ার ১০ টি উপায় ]
আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন ৷ সঠিক ভাবে আবেদন পত্র পূরোন করে সাথে সমস্ত নথিপত্রের জেরক্সকপি সেল্ফ অ্যাটেস্টেড করে একটি মুখ বন্ধ খামে উত্তর 24 পরগনা জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নিদিষ্ট সময়ের মধ্যে ৷ আবেদনপত্র সরাসরি নিজ হাতে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে জমা দেওয়া যাবে ৷
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :- Office Of The District Social Welfare Officer, District Social Welfare Section, Ground Floor, O/o The District Magistrate, Barasat, North 24 Parganas, PIN-700124.
আবেদন পত্রের সাথে যেসব নথি পত্র লাগবে :-
জেরক্স ফটো কপি সল্ফ অ্যাটেস্টেড করে দেবেন ৷
ইন্টারভিউ-এর দিন সমস্ত নথিপত্র অরজিনাল নিয়ে যাবেন ৷
১. আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট (যে কনো একটি দিলেই হবে )
২. দু কপি পাসপোর্ট সাইজের ফটো ৷
৩. জন্মের প্রমান পত্র
৪. শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র
৫. জাতিগত শংসাপত্র (তপশীলি হলে)
নিয়োগ পদ্ধতি :- নিয়োগ করা হবে শুধু মাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে ৷ আবেদন প্রক্রিয়া শেষ হবার পর আবেদনকারীদের মোবাইল নম্বর অথবা ই-মেল আইডিতে ফোন করে বা মেসেজ করে ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে ৷
বিস্তারিত ভিডিও দেখে জানুন :- Click Here
আবেদনপত্র ডাউনলোড করুন :-
অফিসিয়াল ওয়েবসাইট :-
সমস্ত আপডেট পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেল এ Join হন ।
“ONLINE TATHYA” বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷
Ami night
guard job korbo Sri