SSC MTS Recruitment। ১০ হাজারের ও বেশী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

SSC MTS Recruitment: কেন্দ্রীয় সরকার SSC বা স্টাফ সিলেকশন কমিশন এর মাধ্যমে বিভিন্ন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অফিসগুলিতে গ্রুপ ‘C’ নন-গেজেটেড, নন-মিনিষ্টেরিয়াল পদে প্রার্থীদের নিয়োগ করছে। এখানে সমস্ত ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা , বেতন , বয়স সম্পর্কিত যাবতীয় তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে প্রকাশ করা হল।SSC MTS Recruitment

SSC MTS Recruitment।১০ হাজারের ও বেশী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
SSC MTS Recruitment।১০ হাজারের ও বেশী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

 

বিজ্ঞপ্তি নাম্বার- HQ-PPI03/26/2022-PP

আবেদন শুরু- ১৮ই জানুয়ারী ২০২৩ থেকে।

আবেদন শেষ-.১৭ ই ফেব্রুয়ারী ২০২৩ পর্যন্ত।

পদের নাম-Multi-Tasking (NonTechnical) Staff

শিক্ষাগত যোগ্যতা :-

  • প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (দশম শ্রেণী পাস) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন।SSC MTS Recruitment
  • আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখের আগে কোনো প্রার্থী কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে থাকলে, তাকে আবেদন করার অনুমতি দেওয়া হবে না।SSC MTS Recruitment

বয়স সীমা :- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে । অর্থাৎ প্রার্থীর জন্ম ২.১.১৯৯৮ এর আগে এবং ১.১.২০০৫ এর পরে নয়।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।

বেতন :- পে লেভেল অনুযায়ী বেতন প্রতিমাসে ১৮০০০/- টাকা থেকে ৫৬৯০০/- টাকা।

পদের নাম :- Havaldar

শিক্ষাগত যোগ্যতা :-

  • প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (দশম শ্রেণী পাস) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন।
  • আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখের আগে কোনো প্রার্থী কোয়ালিফাইং পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে থাকলে, তাকে আবেদন করার অনুমতি দেওয়া হবে না।SSC MTS Recruitment

বয়স সীমা :- প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । অর্থাৎ প্রার্থীর জন্ম ২.১.১৯৯৮ এর আগে এবং ১.১.২০০৫ এর পরে নয়।সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।

বেতন :- পে লেভেল অনুযায়ী বেতন প্রতিমাসে ২১৭০০/- টাকা থেকে ৬৯১০০/- টাকা।

পরীক্ষার বিষয় :-

SSC MTS Recruitment।১০ হাজারের ও বেশী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
SSC MTS Recruitment।১০ হাজারের ও বেশী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আবেদন ফী :-

  •  প্রার্থীদের আবেদনের ফি হল 100 টাকা।
  • SC/ST/PWD/প্রাক্তন সৈনিক/মহিলা বিভাগের অন্তর্গত প্রার্থীদের আবেদন ফি লাগবে না।

আবেদন পদ্ধতি :- সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট এ যাবার পর, প্রার্থীর মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।তারপর অনলাইনে আবেদন পত্র ফিলাপ করতে হবে। প্রার্থীর ছবি ,সিগনেচার ,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট  সহ যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।SSC MTS Recruitment

আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :-Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

     Join Telegram  :-Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top