কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন বা SSC র এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।উচ্চ মাধ্যামিক পাশে কেন্দ্রীয় সরকারের তরফে ডেটা এন্ট্রি অপারেটর ,পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হচ্ছে।ভারতের যে কোন চাকরি প্রার্থী একানে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা,বয়স ছারাও নানা বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল ।SSC Chsl Exam 2022
উচ্চ মাধ্যামিক পাশে কেন্দ্রীয় সরকারের তরফে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ।SSC Chsl Recruitment
বিজ্ঞপ্তি নম্বর : HQ-PPI03/23/2022-PP_1
আবেদন শুরু : ৬ ই ডিসেম্বর ২০২২ থেকে।
আবেদন শেষ : ৪ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক ,জুনিওর সেক্রেটরি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ,সর্টিং অ্যাসিস্ট্যান্ট , ডেটা এন্ট্রি অপারেটর ।
শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন। এছারা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A পদের জন্য বিজ্ঞান বিষয় উচ্চ মাধ্যামিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ।
বয়সঃ প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । বয়স ধরতে হবে ০১ই জানুয়ারী ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে । এছারাও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
বেতন –
- লোয়ার ডিভিশন ক্লার্ক ,জুনিওর সেক্রেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতিমাসে ১৯৯০০/- টাকা থেকে ৬৩২০০/- টাকা।
- পোস্টাল অ্যাসিস্ট্যান্ট ,সর্টিং অ্যাসিস্ট্যান্ট , ডেটা এন্ট্রি অপারেটর ও ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড A পদের জন্য ২৫৫০০/- থেকে ৮১১০০/- টাকা।
আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইট এ যাবার পর, প্রার্থীর মোবাইল নাম্বার ও ই-মেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।তারপর অনলাইনে আবেদন পত্র ফিলাপ করতে হবে। প্রার্থীর ছবি ,সিগনেচার ,শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ যাবতীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
মোট শূন্যপদ- ৪৫০০ টি ।
আবেদন ফি – জেনারেল/OBC প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি।SC/ST/PWD/Woman প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেই ।
আবেদন ফি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট বাঙ্কিং এর মাধ্যমে জমা দেওয়া যাবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের Tier-I ,Tier-II এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।
SSC Chsl Tier-I Exam Pattern
SSC Chsl Tier-II Exam Pattern
আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here