SSC নিয়ে এলো বিরাট এক চাকরির বিজ্ঞপ্তি | প্রতিমাসে ৩৫০০০ টাকা বেতন
চাকরি প্রার্থী দের জন্য এসএসসি নিয়ে এলো এক বিরাট সুখবর ।স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ হতে চলেছে জুনিয়র ট্রান্সলেটর সহ বিভিন্ন পোস্ট এ ।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আবেদন করতে পারবেন । আবেদন পদ্ধতি ,শিক্ষাগত যোগ্যতা ,কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু জানতে অবশ্যই পুরো প্রতিবেদন টি পড়ুন ।
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ :- ২০/০৭/২০২২
আবেদনের শেষ তারিখ :- ৪ ই আগস্ট ২০২২ পর্যন্ত ।
পদের নাম : জুনিয়র ট্রান্সলেটর / জুনিয়র হিন্দি ট্রান্সলেটর
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে গ্রাডুয়েশন পাস করতে হবে।অথবা হিন্দি সহ ইংরেজিতে গ্রাডুয়েশন ডিগ্রী থাকতে হবে।
বেতন : পে লেভেল ৬ অনুযায়ী ৩৫৪০০ টাকা থেকে ১১২৮০০ টাকা ।
পদের নাম : সিনিয়র হিন্দি ট্রান্সলেটর ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে গ্রাডুয়েশন পাস করতে হবে।অথবা হিন্দি সহ ইংরেজিতে গ্রাডুয়েশন পাস করতে হবে। এছাড়াও হিন্দি থেকে ইংরেজি তে ভয়েস ট্রান্সলেট করা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ,এচাড়াও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বেতন : পে লেভেল ৭ অনুযায়ী ৪৪৯০০ টাকা থেকে ১৪২৮০০ টাকা ।
বয়স : ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারী ২০২২ অনুযায়ী ।এছাড়াও SC/SC প্রার্থী রা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর PWD (UR) প্রার্থীরা ১০ বছর PWD (OBC ) প্রার্থীরা ১৩ বছরের ,PWD (SC/SC) প্রার্থীরা ১৫ বছরের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি : online এর মাধ্যমে আবেদন করতে পারবেন ।নিচে দেওয়া লিংক এ click করে অনলাইন এ নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড পাওয়া যাবে ।
ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আবেদন করা যাবে । অনলাইনে আবেদন করা যাবে স্টাফ সিলেকশন কমিশন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে । যারা আগেই তাদের নাম রেজেস্ট্রেশন করে নিয়েছেন তাদের নতুন করে আবেদন করতে হবে না। তারা সরাসরি Sign in করে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর বৈধ Email আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে ।
আবেদনের শেষ তারিখ: ৪ ই অগাস্ট ২০২২ তারিখ পর্যন্ত।
আবেদন ফি : আবেদন ফি ১০০ টাকা।তবে Woman/ ST/ST/PWD/EXSM প্রার্থীদের জন্য কোনো ফি লাগবেনা ।UPI ব্যাঙ্কিং ,ডেবিট কার্ড ,ক্রেডিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।এছাড়াও SBI চালানের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ।
পরীক্ষা কেন্দ্র :পূর্ব অঞ্চলের পরীক্ষা কেন্দ্র গুলি হলো কলকাতা,পোর্ট ব্লেয়ার,গ্যাংটক ,ভুবনেশ্বর,ও রাঁচি ।
Download Official Notice : Click Here
Apply Now :- Click Here