ভারতীয় রেলের তরফে গ্রুপ সি ও ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক পাশে ভারতীয় রেলওয়ে তে কর্মী নিয়োগ।(Railway Recruitment 2022) সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন ,শিক্ষাগত যোগ্যতা,বয়স , বেতন, সম্পর্কিত যাবতীয় তথ্য রইলো এই প্রতিবেদনে।
বিজ্ঞপ্তি নম্বর : NER/RRC/SG/2022-23
আবেদন শুরু : 22ই অক্টোবর ২০২২ থেকে।
আবেদন শেষ: ২১ রা নভেম্বর ২০২২ পর্যন্ত।
পদের নাম : গ্রুপ সি (Technician- III)
শিক্ষাগত যোগ্যতা : শুধুমাত্র মাধ্যামিক পাশ এবং তার সাথে ITI পাশ করা থাকলে আবেদন করতে পারবেন ।(Railway Recruitment 2022)
বয়স : প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১/১/২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
বেতন : পে লেভেল ২(6th CPC) অনুযায়ী বেতন দেওয়া হবে।
পদের নাম : গ্রুপ ডি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিকে ৫০% নাম্বার সহ পাশ করা থাকতে হবে। (Railway Recruitment 2022)
বয়স : প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১/১/২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি মতে বয়সের ছাড় পাবে।
বেতন : পে লেভেল ১(6th CPC) অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।নীচে দেওয়া লিংক এ ক্লিক করে বা www.ner.indianrailways.gov.in এই লিঙ্কএ ক্লিক করে আবেদন করতে হবে।আবেদন কারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ এর ছবি ,স্বাক্ষর এবং মোবাইল নম্বর দিয়ে ফ্রম টি ফিলাপ করে নিতে হবে।
আবেদন ফি : আবেদন ফি ৫০০/- টাকা এবং SC/ST/Woman প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা রিফান্ড দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
- Written Examination : ৬০ নাম্বার এর লিখিত পরীক্ষা।
- Marks on Certificate: ৪০ নাম্বার এর সার্টিফিকেট বিশ্লেষণ।
আরও বিস্তারিত জানতে অবশ্যই নীচের লিংক থেকে বিজ্ঞপ্তি টা ডাউনলোড করে নেবেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল বিজ্ঞপ্তি :-Click Here
অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here
আবেদন করার লিঙ্ক : Click Here