পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকে গ্রুপ-ডি কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন

PNB Recruitment 2022: রাজ্যের চাকরি পার্থীদের জন্য বিরাট সুখবর ৷ রাজ্যের পাঞ্জাব ন্যাশানাল ব্যাংকের তরফ থেকে গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ যেখানে পুরুষ ও মহিলা প্রার্থীরা উভয়েই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত তথ্য ৷ Punjab national bank Group D Recruitment 2022

মোট শূন্যপদ :- ২৩ টি। (সাধারণ- ১০ টি, এসি-৫ টি, এসটি-১ টি, ওবিসি-৫ টি ও ইডাবলুএস-২ টি)

পদের নাম :- সুইপার (গ্রুপ – ডি) ৷

শিক্ষাগত যোগ্যতা :- পার্থীকে দশম শ্রেণী পাশ বা সমতুল্য এমনকি নিরক্ষর প্রার্থীরাও আবেদন করতে পারবে। 

বয়সসীমা :- আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে ৷ বয়স হিসাব করতে হবে 1 জুলাই, 2022 তারিখ অনুযায়ী ৷ সংরক্ষিত শ্রেণির পার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন ৷

 

আবেদন পদ্ধতি :- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ৷ আবেদন পত্র A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করে নির্দিষ্ট ফরমেটে আবেদন করতে হবে ৷ সঙ্গে সমস্ত নথিপত্র সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে ৷ আবেদন পত্র যে মুখ বন্ধ খামের মধ্যে পাঠাবেন তার উপর লিখতে হবে “Application for the post of PTS at Punjab National Bank- Kolkata West circle, Category………………..(UR/SC/OBC/EWS)  আবেদন পত্র পৌঁছতে হবে আগামী  ৫ সেপ্টেম্বর, ২০২২ তারিখ এর মধ্যে। 

 

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস পুরুলিয়া, এইচআরডি ডিপার্টমেন্ট, শশধর গাঙ্গুলী রোড, রাজাবাঁধ পাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ- ৭২৩১০১.

 

বেতন :- প্রতি মাসে ১৪,৫০০/- থেকে ২৮,১৪৫/- টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা সংযুক্ত হবে। 

 

আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে :- 

1. পাসপোর্ট সাইজ ফটো ৷

2. জন্মের শংসাপত্র / বয়সের প্রমানপত্র

3. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (মাধ্যমিক & উচ্চমাধ্যমিক)

4. Copy Of ID Proof (Voter Card, Aadhar Card, Pan Card etc)

5. Caste সার্টিফিকেট (যদি থাকে) ৷

5. স্কুল লিভিং সার্টিফিকেট ৷

6. এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড (যদি থাকে)।  

7. প্যান কার্ড। 

৮. আধার কার্ড। 

উপরের সমস্ত নথিপত্রের জেরক্সকপি সেল্ফ অ্যাটেস্টড করে আবেদন পত্রের সাথে জমা দিতে হবে ৷ 

 

নিয়োগের স্থান :- পুরুলিয়া সার্কেলের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ  বিভিন্ন ব্রাঞ্চ অফিসে এই নিয়োগ কয় করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :- Click Here

আবেদন পত্র ডাউনলোড করুন :- Click Here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top