অষ্টম শ্রেণী পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ।বেতন প্রতিমাসে ৩০ হাজার টাকা।Post Office Recruitment

বহুদিন পর ভারতীয় ডাক বিভাগ নিয়ে এল চাকরির এক বিরাট সুযোগ।শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় ভারতীয় ডাকবিভাগে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ।এখানে ভারত তথা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন,যোগ্যতা ,বেতন সম্পর্কিত নানা তথ্য এই প্রতিবেদনে দেওয়া থাকল।

অষ্টম শ্রেণী পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ।বেতন প্রতিমাসে ৩০ হাজার টাকা।Post Office Recruitment

অষ্টম শ্রেণী পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ।post office recruitment
অষ্টম শ্রেণী পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ।post office recruitment

বিজ্ঞতি নাম্বার- MSE/B9-4/XII/2022

আবেদন শুরু – ৮ই ডিসেম্বর ২০২২ থেকে। 

আবেদন শেষ – ৯ ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত। 

পদের নাম- Skilled Artisans(Group-C)

শিক্ষাগত যোগ্যতা- শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায়ে আবেদন করতে পারবেন। এছারাও সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের কাজের অভিজ্ঞতা থালে আবেদন করতে পারবেন। এবং M.V Mechanic পদের ক্ষেত্রে প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

যেসব ট্রেডে নিয়োগ করা হবে সেগুলি হল-

M.V Mechanic-4,M.V Electrician-1,Copper & Tinsmith-1,Upholster-1

বেতন- প্রতিমাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা।  

বয়স- প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।বয়স ধরতে হবে ১/৭/২০২২ এর মধ্যে। এছারাও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে।

আবেদন ফি : 

আবেদন পদ্ধতিঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচের দেওয়া লিঙ্ক এ  ক্লিক করে অথবা Application From এ গিয়ে আবেদন পত্র সঠিক ভাবে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তার পর আবেদন পত্রটি সঠিক ভাবে ফিল আপ করে ,প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করে একটি মুখ বন্ধ খামে পুরে স্পীড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে ।

মুখ বন্ধ খামের উপর বড় হাতের অক্ষরে লিখতে হবে

APPLICATION FOR THE POST OF SKILLED ARTISANS IN TRADE …………………………………(যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেডের নাম)।

 

কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবেঃ

  • বয়সের প্রমাণপত্র বা মাধ্যামিক এর আডমিট কার্ড এর জেরক্স (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
  • কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট  (জেরক্স এর উপর নিজের স্বাক্ষর আবশ্যক)
  • সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি ।
  • ড্রাইভিং লাইসেন্স। 

 আবেদন পত্র পাঠানোর ঠিকানা – 

The Senior Manager (JAG)

Mail Motor Service,No.37

Greams Road,Chennai-600006

 নিয়োগ পদ্ধতিঃ প্রার্থীদের লিখিত পরীক্ষা ,এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। 

নিয়োগ – চেন্নাই।  

আরও বিস্তারিত জানতে অবশ্যই নোটিফিকেশান টি ডাউনলোড করে নেবেন ।

গুরুত্বপূর্ণ লিঙ্ক 

অফিসিয়াল বিজ্ঞপ্তি  :Click Here

অফিসিয়াল ওয়েবসাইট :-Click Here

  Join Telegram  :-Click Here

 

1 thought on “অষ্টম শ্রেণী পাশে ডাক বিভাগে কর্মী নিয়োগ।বেতন প্রতিমাসে ৩০ হাজার টাকা।Post Office Recruitment”

  1. I used to be recommended this blog by means of my cousin. I’m now not positive whether or not this publish is written by means of him as nobody else recognise such particular about my problem. You’re wonderful! Thanks!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top