(NBCC) ম্যানেজমেন্ট 35 ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | NBCC New Recruitment 2021

(NBCC) ম্যানেজমেন্ট 35 ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | NBCC New Recruitment 2021

NBCC New Recruitment 2021: ন্যাশনাল বিল্ডিংসকনস্ট্রাকশন কর্পোরেশনলিমিটেড বাএনবিসি লিমিটেডেএকাধিক ম্যানেজমেন্টট্রেনি নিয়োগেরবিজ্ঞপ্তি প্রকাশিত করেছে।কবে থেকেকবের মধ্যেআবেদন করাযাবে, তাজানিয়েছে কর্তৃপক্ষ।প্রার্থীর শিক্ষাগতযোগ্যতা বয়সের সীমাকত হওয়াপ্রয়োজন, তাওজানিয়ে দেওয়াহয়েছে। অনলিনের এর মাধমেই আবেদন করতে পারবেন ব্যাপারে বিস্তারিতনিচে দেওয়া হল।

বিজ্ঞপ্তি নম্বর:- 03/2021

আবেদন শুরুরতারিখ :- 22/03/2021

আবেদনের শেষতারিখ :- 21/04/2021

মোট শূন্যপদ:- 35

 

পদের নাম:-

) ম্যানেজমেন্টট্রেনি (সিভিল) – 25 (অসংরক্ষিত 11, ওবিসি 7, তপশিলি জাতি5, ইডব্লুএস 2)

) ম্যানেজমেন্টট্রেনি (ইলেক্ট্রিক্যাল) – 10 (অসংরক্ষিত 6, ওবিসি 2, তপশিলি জাতি1, ইডব্লুএস 1)


শিক্ষাগত যোগ্যতা :- কোনও স্বীকৃতবিশ্ববিদ্যালয় বাপ্রতিষ্ঠান থেকেন্যূনতম 60 শতাংশ নম্বরনিয়ে সিভিলবা ইলেক্ট্রিক্যালইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণসময়ের ডিগ্রিথাকতে হবে।এবং আবেদনকারীকে2020 সালের গেটপরীক্ষায় পাসকরা থাকতেহবে।


বয়স সীমা:- প্রার্থীর বয়সেরউর্ধ্বসীমা 29 বছর হতে হবে2021 সালের 21 এপ্রিল পর্যন্ত সরকারিনিয়ম অনুযায়ীসংরক্ষিত শ্রেণীরপ্রার্থীরা বয়সেছাড় পাবেন।


বেতন :- অফিসিয়াল website বেতন এরকথা কিছুজানানো হয়নিতবে Placement, Remuneration, Surety Bond, সমস্ত সুযোগসুবিধা থাকবেযেটি অফিসিয়ালনোটিফিকেশন জানানো হয়েছে।


আবেদনের পদ্ধতি:- অনলাইনের মাধ্যমেএই https://www.nbccindia.com/ ওয়েবসাইটে গিয়েআবেদন করতেহবে প্রার্থীর বৈধমেলআইডি মোবাইল নম্বরথাকতে হবে।22 মার্চ থেকে21 এপ্রিল পর্যন্তআবেদন করাযাবে।

আবেদনের ফি:-  জেনারেলদের আবেদনফী 500 টাকা লাগবে।. SC, ST, PWD প্রার্থীদের আবেদনফি দিতেহবে না।


*সমস্ত চিঠিপত্রকেবল ইমেলেরমাধ্যমে প্রেরণকরা হবে।অন্য কোনমোডে কুরিয়ার/ পোস্টের মাধ্যমেবা কোনওযোগাযোগ প্রেরণকরা হবেনা।

 

Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here

 

“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top