National Power Training Institute এ ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করছে

DDU-GKY ট্রেনিং সেন্টারের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ করছে এই সংস্থা ৷ এই সমস্ত পদে পশ্চিমবঙ্গের যেকনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। Recruitment of Manpower for DDU-GKY Project at National Power Training Institute.


মোট শূন্যপদ :- 12 টি।

পদের নাম :-

1) Project Head-Cum-Operation Head

2) Q-Team Head

3) Community Mobilization Head

4) Finance Head

5) Centre in-Charge

6) Mis Head/specialist

7) Placement Executive

8) Post Placement Specialist

9) Trainer-Solar Pv System

10) English Language Trainer

11) Soft Skils and Life Skills Trainers

12) IT Literacy Trainers


শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে গ্রাজুয়েশন পাশ হতে হবে ৷ 


বেতন :- অফিসিয়াল বিঞ্জপ্তিতে বেতন এর কথা কিছু বলা হয়নি সুতরাং আপনার যোগ্যতা ও পোষ্ট অনুযায়ী বেতন পাবেন ৷

আবেদন প্রক্রিয়া :- অনলাইনের মাধ্যমে নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে আবেদন করতে হবে ৷ 


নিয়োগ প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে। 


ইন্টারভিউ-এর তারিখ :-

1,2,3,4 নম্বর পদের ইন্টারভিউ হবে 19শে এপ্রিল 2021 তারিখে ৷

বাকি সব পদের  ইন্টারভিউ হবে ২৩শে এপ্রিল 2021 তারিখে ৷

ইন্টারভিউ-এর ঠিকানা :-

সিটি সেন্টার, দুর্গাপুর, 713216 DDU-GKY এর ট্রেনিং সেন্টারে। 


নিয়োগকারী সংস্থাঃ- 

National Power Training Institute (NPTI), 

City Center, Durgapur, 713216, West Bengal


Join Telegram

Join Facebook

Official  Notification

Click Here

Official  Website

Click Here

Online  Apply

Click Here


ONLINE TATHYAবিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top