DDU-GKY ট্রেনিং সেন্টারের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ করছে এই সংস্থা ৷ এই সমস্ত পদে পশ্চিমবঙ্গের যেকনো জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন। Recruitment of Manpower for DDU-GKY Project at National Power Training Institute.
মোট শূন্যপদ :- 12 টি।
পদের নাম :-
1) Project Head-Cum-Operation Head
2) Q-Team Head
3) Community Mobilization Head
4) Finance Head
5) Centre in-Charge
6) Mis Head/specialist
7) Placement Executive
8) Post Placement Specialist
9) Trainer-Solar Pv System
10) English Language Trainer
11) Soft Skils and Life Skills Trainers
12) IT Literacy Trainers
শিক্ষাগত যোগ্যতা :- আবেদনকারীকে গ্রাজুয়েশন পাশ হতে হবে ৷
বেতন :- অফিসিয়াল বিঞ্জপ্তিতে বেতন এর কথা কিছু বলা হয়নি সুতরাং আপনার যোগ্যতা ও পোষ্ট অনুযায়ী বেতন পাবেন ৷
আবেদন প্রক্রিয়া :- অনলাইনের মাধ্যমে নীচে দেওয়া লিঙ্ক এ ক্লিক করে আবেদন করতে হবে ৷
নিয়োগ প্রক্রিয়া :- সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-এর তারিখ :-
1,2,3,4 নম্বর পদের ইন্টারভিউ হবে 19শে এপ্রিল 2021 তারিখে ৷
বাকি সব পদের ইন্টারভিউ হবে ২৩শে এপ্রিল 2021 তারিখে ৷
ইন্টারভিউ-এর ঠিকানা :-
সিটি সেন্টার, দুর্গাপুর, 713216 DDU-GKY এর ট্রেনিং সেন্টারে।
নিয়োগকারী সংস্থাঃ-
National Power Training Institute (NPTI),
City Center, Durgapur, 713216, West Bengal
Official Notification |
|
Official Website |
|
Online Apply |
“ONLINE TATHYA” বিশ্বস্তচাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন চাকরির খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করুন ৷