কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এল বিরাট এক সুসংবাদ । “মেরি পেহেচান” MeriPehchaan-National Single Sign on (NSSO) পোর্টাল এর মাধ্যমে নানা ধরনের সুযোগ পেতে চলেছেন এ দেশের নাগরিকরা ।কীভাবে আবেদন করবেন,কি কি সুবিধা পাবেন তা এক নজরে দেখেনিন বিস্তারিত।
মেরি পেহেচান পোর্টাল কি?
“মেরি পেহেচান” পোর্টাল হলো কেন্দ্রীয় সরকারের একটি পোর্টাল যার মাধ্যমে খুব সহজেই আপনারা একটি আইডি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।
এই পোর্টাল এর সুবিধাঃ- এই পোর্টাল এর মাধ্যমে আপনারা যেকোনো সরকারি ওয়েব সাইট একটি মাত্র লগ ইন আইডি পাসওয়ার্ড এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আমরা জানি বিভিন্ন সরকারি পোর্টাল ওপেন করতে বা আবেদন করতে আমাদের আলাদা আলাদা লগ ইন আইডি পাসওয়ার্ড লাগে এবং তা ভুলে যাবার ও সম্ভবনা থাকে ।তাই এই সব ঝামেলা থেকে মুক্তি পেতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই পোর্টাল এর উদ্ধোধন। এছারাও বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য কোন স্কিম এ আবেদন করতে হবে তা আমরা এই পোর্টাল এর মাধ্যমে জানতে পারবো।
এই পোর্টালে কীভাবে আবেদন করবেন :-
আপনি এই পোর্টাল এ আবেদন করার জন্য ফোন অথবা কম্পিউটার এর মাধ্যমে আবেদন করতে পারেন।
১) প্রথমে Google এর Search বার এ MeriPehchaan লিখে সার্চ করতে হবে,তারপর একটি পেজ খুলবে , সেই পেজ টির প্রথমেই দেখবেন meripehchaan.gov.in নামে একটি লিঙ্ক রয়েছে । সেই লিঙ্ক টির উপর ক্লিক করবেন অথবা আমাদের এই তথ্যাবলির নীচে একটি সরাসরি লিঙ্ক দেওয়া রয়েছে ওই লিঙ্ক এ ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে পারেন।
২)অফিসিয়াল ওয়েবসাইট এ আসার পর উপরের দিকে লগ ইন অপশন দেখতে পাবেন। ওই অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হবে।
৩)তারপর Register Now অপশন টিতে ক্লিক করবেন এবং আপনার সমস্ত সঠিক তথ্য দিয়ে ফ্রম টি অনলাইনে ফিলআপ করে নেবেন।
আপনি এই ৪ টি মাধ্যমে লগইন করতে পারেনঃ
১) Login with DigiLocker.
২)Login with e-pramaan.
৩)Login with Janparichay।
৪)Register Now অপশন টির মাধ্যমে।
রেজিস্ট্রেশন হবার পর একটি পেজ খুলবে এবং সেখানে বিভিন্ন সরকারি পোর্টাল এবং বিভিন্ন রাজ্যের সরকারি সার্ভিস পোর্টাল গুলো দেখা যাবে সেখান থেকে আপনার প্রয়োজনীয় পোর্টাল টি সিলেক্ট করে ওপেন করে নিতে পারেন।
মেরি পেহেচান পোর্টাল টির সরাসরি লিঙ্ক :- Click here